Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 5-07-2021/ Daily Current Affairs Today Part 4
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 5-07-2021/ Daily Current Affairs Today Part 4

 Current Affairs / General Knowledge in Bengali Part 4


প্রশ্ন : মানুষের শরীর ও মনের উপর প্রভাব ফেলে -
(ক) জোয়ার ভাটা
(খ) দিন রাত্রির হ্রাস বৃদ্ধি
(গ) সূর্যের দৈনিক আপাত গতি
(ঘ) ঋতু পরিবর্তন
উত্তর : (ঘ) ঋতু পরিবর্তন

প্রশ্ন : ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে -
(ক) 4A
(খ) 14
(গ) 42
(ঘ) 51A
উত্তর : (ঘ) 51A

প্রশ্ন : প্রতিবিম্ব গঠিত হয় চোখের কোন অংশে -
(ক) লেন্স
(খ) রেটিনা
(গ) 
কোরয়েড
(ঘ) কর্নিয়া
উত্তর : (খ) রেটিনা

প্রশ্ন : বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হল -
(ক) RNA
(খ) DNA
(গ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর : (খ) DNA

প্রশ্ন : রিকেট কোন ভিটামিনের অভাবে হতে পারে -
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন ডি
(গ) ভিটামিন সি
(ঘ) ভিটামিন বি
উত্তর : (খ) ভিটামিন ডি

প্রশ্ন : জিপসাম কোন ধাতুর আকরিক এর নাম -
(ক) পারদ
(খ) সোডিয়াম
(গ) ক্যালসিয়াম
(ঘ) ম্যাগনেসিয়াম
উত্তর : (গ) ক্যালসিয়াম

প্রশ্ন : ধাতুর যে পাতলা ত্বক মিষ্টি সাজাতে ব্যবহৃত হয় তা হল -
(ক) অ্যালুমিনিয়াম
(খ) তামা
(গ) রুপা
(ঘ) দস্তা
উত্তর : (গ) রুপা

প্রশ্ন : প্রোটিন ও উৎসেচকের প্রাথমিক উপাদান হলো -
(ক) সরল শর্করা
(খ) অ্যামাইনো এসিড
(গ) নিউক্লিওটাইড
(ঘ) ফসফরিক অ্যাসিড
উত্তর : (খ) অ্যামাইনো এসিড

প্রশ্ন : হিমোগ্লোবিনের গড় আয়ু হলো -
(ক) ৯০ দিন
(খ) ১০০ দিন
(গ) ১১০ দিন
(ঘ) ১২০ দিন
উত্তর : (ঘ) ১২০ দিন

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ হল -
(ক) উলার রদ
(খ) সুপিরিয়র হ্রদ
(গ) ক্যাস্পিয়ান সাগর
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (খ) সুপিরিয়র হ্রদ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close