Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 06-07-2021/ Daily Current Affairs Today Part 4
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 06-07-2021/ Daily Current Affairs Today Part 4

Current Affairs / General Knowledge in Bengali Part 4 


প্রশ্ন : জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়েছিল -

(ক) ১৯০২ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৯০৭ খ্রিস্টাব্দে

প্রশ্ন : গান্ধার শিল্প কোন যুগের সৃষ্টি -
(ক) মৌর্য যুগের
(খ) কুষাণ যুগের
(গ) গুপ্ত যুগের
(ঘ) মোঘল আমলের
উত্তর : (খ) কুষাণ যুগের

প্রশ্ন : নিচের কোন প্রজাতির মশা চিকুনগুনিয়া রোগ ছড়ায় -
(ক) কিউলেক্স
(খ) অ্যানিফ্যলিস
(গ) এডিস
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (গ) এডিস

প্রশ্ন : পবনদূত গ্রন্থের রচয়িতা কে -
(ক) হরি সেন
(খ) জয়দেব
(গ) কালিদাস
(ঘ) ধোয়ী
উত্তর : (ঘ) ধোয়ী

প্রশ্ন : ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে -
(ক) জে এম লিংডো
(খ) কে জে রাও
(গ) মাভলংকার
(ঘ) সুকুমার সেন
উত্তর : (ঘ) সুকুমার সেন

প্রশ্ন : নিচের কোন তারিখটিকে পপুলেশন দিবস পালিত হয় -
(ক) ৫ মে
(খ) ১১ জুলাই
(গ) ২১ আগস্ট
(ঘ) ১ ডিসেম্বর
উত্তর : (খ) ১১ জুলাই

প্রশ্ন : লোকপ্রিয় কার উপাধি ছিল -
(ক) ক্ষুদিরাম বসু
(খ) রাজেন্দ্র প্রসাদ
(গ) দাদাভাই নওরোজি
(ঘ) গোপীনাথ বারদৌলি
উত্তর : (ঘ) গোপীনাথ বারদৌলি

প্রশ্ন : ১৯৭৫ স্টারদের 36 তম সংশোধনীর দ্বারা কোন রাজ্যের সৃষ্টি হয় -
(ক) মেঘালয়
(খ) হিমাচল প্রদেশ
(গ) সিকিম
(ঘ) গোয়া
উত্তর : (গ) সিকিম

প্রশ্ন : নিচের কোন শারীরিক সমস্যার জন্য ডায়ালাইসিস পদ্ধতি ব্যবহার করা হয় -
(ক) ব্রংকাইটিস এর সমস্যা
(খ) লিভারের সমস্যা
(গ) কিডনির সমস্যা
(ঘ) ফুসফুসের সমস্যা
উত্তর : (গ) কিডনির সমস্যা

প্রশ্ন : "সানি ডেস" - গ্রন্থের রচয়িতা কে -
(ক) অমিতাভ চৌধুরী
(খ) সুনীল গাভাস্কার
(গ) বিক্রম শেঠ
(ঘ) আমর্ত্য সেন
উত্তর : (খ) সুনীল গাভাস্কার

আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close