Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ "খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২২" কোন্ রাজ্যে অনুষ্ঠিত হবে? -
(ক) পাঞ্জাব
(খ) হরিয়ানা
(গ) মহারাষ্ট্র
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (খ) হরিয়ানা
প্রশ্নঃ নাগমা মোহাম্মদ মলিককে কোন্ দেশের ভারতীয় রাজদূত নিযুক্ত করা হলো -
(ক) আমেরিকা
(খ) ব্রাজিল
(গ) পোল্যান্ড
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (গ) পোল্যান্ড
প্রশ্নঃ ভারতের প্রধান নদী কোন্টি? -
(ক) কাবেরী
(খ) গঙ্গা
(গ) যমুনা
(ঘ) তাপ্তি
উত্তরঃ (খ) গঙ্গা
প্রশ্নঃ জাহাজ নির্মাণ শিল্প বিশ্বে প্রথম স্থান কোন্ দেশের? -
(ক) ফ্রান্স
(খ) জাপান
(গ) স্কটল্যান্ড
(ঘ) চীন
উত্তরঃ (খ) জাপান
প্রশ্নঃ সময়ের সাপেক্ষে কার্য করার হার -
(ক) বেগ
(খ) শক্তি
(গ) জুল
(ঘ) ক্ষমতা
উত্তরঃ (ঘ) ক্ষমতা
প্রশ্নঃ "দ্য প্রিন্স" গ্রন্থটির রচয়িতা কে -
(ক) গ্যালিলিও
(খ) নানা ফড়নবিশ
(গ) নিকোলো ম্যাকিয়াভেল
(ঘ) আইজ্যাক নিউটন
উত্তরঃ (গ) নিকোলো ম্যাকিয়াভেল
প্রশ্নঃ নীচের কোথায় সম্প্রতি চালু হলো বিশ্বের সবচেয়ে গভীর সুইমিং পুল? -
(ক) ব্যাসেলস
(খ) লন্ডন
(গ) দুবাই
(ঘ) প্যারিস
উত্তরঃ (গ) দুবাই
প্রশ্নঃ মাকড়সার রেচন অঙ্গ কোন্টি? -
(ক) গ্লোমেরুলাস
(খ) ফ্লাজেলা
(গ) নেফ্রিডিয়া
(ঘ) কক্সাল গ্রন্থি
উত্তরঃ (ঘ) কক্সাল গ্রন্থি
প্রশ্নঃ নীচের কোন্টির লবণাক্ততা সবচেয়ে বেশি? -
(ক) লেক ভ্যান
(খ) রেড সি
(গ) ডেড সি
(ঘ) গ্রেট সল্ট লেক
উত্তরঃ (গ) ডেড সি
প্রশ্নঃ সিমলিপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? -
(ক) কেরালা
(খ) গুজরাট
(গ) উড়িষ্যা
(ঘ) পাটনা
উত্তরঃ (গ) উড়িষ্যা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ