Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ কোন্ দেশ "ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপস ২০২৬" হোস্ট করবে? -
(ক) ভারত
(খ) জাপান
(গ) চীন
(ঘ) ভিয়েতনাম
উত্তরঃ (ক) ভারত
প্রশ্নঃ কে "ইউরো ২০২০ গোল্ডেন বুট" জিতলেন? -
(ক) Patrik Schick
(খ) Federico Chiesa
(গ) Cristiano Ronaldo
(ঘ) Karim Benzema
উত্তরঃ (গ) Cristiano Ronaldo
প্রশ্নঃ Serum Institute of India নিম্নলিখিত কোন্ ভ্যাকসিনটি সেপ্টেম্বর ২০২১ থেকে ভারতে তৈরী শুরু করবে? -
(ক) Moderna
(খ) J and J
(গ) Pfizer
(ঘ) Sputnik V
উত্তরঃ (ঘ) Sputnik V
প্রশ্নঃ কপিলধারা জলপ্রপাত অবস্থিত -
(ক) কৃষ্ণ নদীর উপর
(খ) নর্মদা নদীর উপর
(গ) চম্বল নদীর উপর
(ঘ) শোন নদীর উপর
উত্তরঃ (খ) নর্মদা নদীর উপর
প্রশ্নঃ আইহোল প্রশস্তির রচয়িতা কে? -
(ক) পুলোকেসী
(খ) তানসেন
(গ) রবি কীর্তি
(ঘ) বীরভদ্র
উত্তরঃ (গ) রবি কীর্তি
প্রশ্নঃ স্কার্ভি রোগ কোন্ ভিটামিনের অভাবে হয় -
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন বি
(গ) ভিটামিন সি
(ঘ) ভিটামিন ডি
উত্তরঃ (গ) ভিটামিন সি
প্রশ্নঃ নীচের কোন্ ভাষা থেকে Census শব্দের উৎপত্তি হয় -
(ক) গ্রিক
(খ) সংস্কৃত
(গ) ল্যাটিন
(ঘ) ফারসি
উত্তরঃ (গ) ল্যাটিন
প্রশ্নঃ কোন্ গ্রন্থিকে "প্রভুগ্রন্থি" বলা হয় -
(ক) পিনিয়াল বডি
(খ) থাইরয়েড
(গ) পিটুইটারি
(ঘ)অগ্নাশয়
উত্তরঃ (গ) পিটুইটারি
প্রশ্নঃ বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোন্টি? -
(ক) বেঙ্গল গেজেট
(খ) সমাচার দর্পন
(গ) সোমপ্রকাশ
(ঘ) দিকদর্শন
উত্তরঃ (খ) সমাচার দর্পন
প্রশ্নঃ সুভাষচন্দ্র বসু কোথায় "স্বাধীন ভারত" সরকার গঠন করেন? -
(ক) সিংগাপুর
(খ) কলকাতা
(গ) টোকিও
(ঘ) রেঙ্গুন
উত্তরঃ (ক) সিংগাপুর
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ