Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ কোন্ রাজ্য সরকার টোকিও অলিম্পিক প্রতিযোগীদের ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করলেন? -
(ক) হরিয়ানা
(খ) ঝাড়খন্ড
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) বিহার
উত্তরঃ (গ) উত্তরপ্রদেশ
প্রশ্নঃ কোন্ রাজ্য সরকার "মুখ্যমন্ত্রী কোভিড-১৯ বিধবা সহায়ক যোজনা" শুরু করেছে? -
(ক) মধ্যপ্রদেশ
(খ) নাগাল্যান্ড
(গ) অসম
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (গ) অসম
প্রশ্নঃ হিমালয়ের রানী বলা হয় -
(ক) কালিম্পংকে
(খ) দার্জিলিংকে
(গ) গ্যাংটককে
(ঘ) মুসৌরিকে
উত্তরঃ (ঘ) মুসৌরিকে
প্রশ্নঃ স্টোভের পলতেই কেরোসিন ওঠার কারণ হলো -
(ক) পৃষ্ঠটান
(খ) কৈশিকতা
(গ)অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) কৈশিকতা
প্রশ্নঃ আর্যসিদ্ধান্ত কার লেখা? -
(ক) আর্যভট্ট
(খ) বরাহমিহির
(গ) হর্ষবর্ধন
(ঘ) বল্লাল সেন
উত্তরঃ (খ) বরাহমিহির
প্রশ্নঃ ধুঁইয়াধার জলপ্রপাত কোন্ নদীর গতিপথে দেখা যায় -
(ক) সরাবতী
(খ) নর্মদা
(গ) মন্দাকিনী
(ঘ) ব্রহ্মপুত্র
উত্তরঃ (খ) নর্মদা
প্রশ্নঃ কত সালে বাংলাদেশ পাকিস্থান থেকে স্বাধীনতা পেয়েছিল? -
(ক) ১৯৪৭ সালে
(খ) ১৯৫৬ সালে
(গ) ১৯৭১ সালে
(ঘ) ১৯৯০ সালে
উত্তরঃ (গ) ১৯৭১ সালে
প্রশ্নঃ বিধান পরিষদের সদস্য হতে গেলে কত বয়স হওয়া প্রয়োজন -
(ক) ২০ বছর
(খ) ২৫ বছর
(গ) ৩০ বছর
(ঘ) ৩৫ বছর
উত্তরঃ (গ) ৩০ বছর
প্রশ্নঃ বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? -
(ক) রাজগুরু
(খ) বিনোবা ভাবে
(গ) গান্ধীজী
(ঘ) সর্দার প্যাটেল
উত্তরঃ (ঘ) সর্দার প্যাটেল
প্রশ্নঃ রামধনু সৃষ্টির কারণ হলো -
(ক) আলোর বিক্ষেপণ
(খ) আলোর প্রতিসরণ ও প্রতিফলন
(গ) আলোর বিচ্ছুরণ
(ঘ) উপরের সবকয়টি
উত্তরঃ (গ) আলোর বিচ্ছুরণ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ