Current Affairs / General Knowledge in Bengali Part 5
প্রশ্নঃ কোন্ রাজ্য গর্ভবতী মহিলাদের কোভিট-১৯ টীকাকরণের জন্য 'Mathru Kavacham' অভিযান শুরু করলো -
(ক) তামিলনাড়ু
(খ) কেরালা
(গ) তেলেঙ্গানা
(ঘ) অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ (খ) কেরালা
প্রশ্নঃ ভারতের প্রথম "Cryptogamic Garden" কোন্ রাজ্যে উদ্বোধন করা হলো -
(ক) উত্তরাখন্ড
(খ) গুজরাট
(গ) রাজস্থান
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ক) উত্তরাখন্ড
প্রশ্নঃ বিদর্ভ ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? -
(ক) মধ্যপ্রদেশ
(খ) পাঞ্জাব
(গ) মহারাষ্ট্র
(ঘ) গুজরাট
উত্তরঃ (গ) মহারাষ্ট্র
প্রশ্নঃ বাংলার বাঘ কাকে বলা হয় -
(ক) মাতাঙ্গিনী হাজরা
(খ) অরবিন্দ ঘোষ
(গ) আশুতোষ মুখোপাধ্যায়
(ঘ) চিত্তরঞ্জন দাস
উত্তরঃ (গ) আশুতোষ মুখোপাধ্যায়
প্রশ্নঃ পুলিতজার পুরস্কার কোন্ ক্ষেত্রে দেওয়া হয় -
(ক) শিল্প
(খ) সিনেমা
(গ) সাংবাদিকতা
(ঘ) আন্তর্জাতিক শান্তি
উত্তরঃ (গ) সাংবাদিকতা
প্রশ্নঃ মানবদেহের সর্ববৃহৎ লালাগ্রন্থি কোন্টি? -
(ক) পিটুইটারি
(খ) যকৃৎ
(গ) যকৃৎ ও পিটুইটারি
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) পিটুইটারি
প্রশ্নঃ ২০২৩ সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন্ দেশে অনুষ্ঠিত হবে? -
(ক) ইংল্যান্ড
(খ) জাপান
(গ) ভারত
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তরঃ (গ) ভারত
প্রশ্নঃ ভারতের উচ্চতম বিমানবন্দর কোন্টি? -
(ক) দিল্লী বিমানবন্দর
(খ) কলকাতা বিমানবন্দর
(গ) মুম্বাই বিমানবন্দর
(ঘ) লাদাখের লে বিমানবন্দর
উত্তরঃ (ঘ) লাদাখের লে বিমানবন্দর
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে ওঠে? -
(ক) হলদিয়া
(খ) কলকাতা
(গ) তাম্রলিপ্ত
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) তাম্রলিপ্ত
প্রশ্নঃ চক্ষু চিকিৎসকেরা সাধারনত কি ধরনের দর্পন ব্যবহার করা হয় -
(ক) অমসৃণ উত্তল
(খ) উত্তল
(গ) অবতল
(ঘ) সমতল
উত্তরঃ (গ) অবতল
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ