Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুণা কোন্ পরিবেশ আন্দোলনের নেতা ছিলেন? -
(ক) তেভাগা আন্দোলন
(খ) ভুদান আন্দোলন
(গ) চিপকো আন্দোলন
(ঘ) শুদ্ধি আন্দোলন
উত্তরঃ (গ) চিপকো আন্দোলন
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রবীন্দ্র সেতু কোন্ নদীর উপর অবস্থিত -
(ক) মাতলা নদী
(খ) সুবর্ণরেখা
(গ) কংসাবতী নদী
(ঘ) হুগলি নদী
উত্তরঃ (ঘ) হুগলি নদী
প্রশ্নঃ ভারতের প্রথম সুতালক স্থাপিত হয় -
(ক) গুজরাটে
(খ) মহারাষ্ট্রে
(গ) পশ্চিমবঙ্গে
(ঘ) তামিলনাড়ুতে
উত্তরঃ (গ) পশ্চিমবঙ্গে
প্রশ্নঃ শ্বেতনগর (White City) কাকে বলা হয়? -
(ক) বেলগ্রেড
(খ) ব্যাঙ্কক
(গ) স্টকহোম
(ঘ) লেনিনগ্র্যাড
উত্তরঃ (ক) বেলগ্রেড
প্রশ্নঃ শীতকালে কোন্ রাজ্যে সবচেয়ে বেশী বৃষ্টিপাত হয়? -
(ক) হিমাচল প্রদেশ
(খ) মেঘালয়
(গ) তামিলনাড়ু
(ঘ) কেরল
উত্তরঃ (গ) তামিলনাড়ু
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন্ জেলাকে 'রাঙ্গা মাটির দেশ' বলা হয় -
(ক) নদীয়া
(খ) বর্ধমান
(গ) পুরুলিয়া
(ঘ) বীরভূম
উত্তরঃ (ঘ) বীরভূম
প্রশ্নঃ নিম্নের কোন্টি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক? -
(ক) জিম করবেট ন্যাশনাল পার্ক
(খ) গির ন্যাশনাল পার্ক
(গ) কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক
(ঘ) হেমিস ন্যাশনাল পার্ক
উত্তরঃ (ক) জিম করবেট ন্যাশনাল পার্ক
প্রশ্নঃ ভারতের নেপোলিয়াম কাকে বলা হয়?
(ক) প্রথম চন্দ্রগুপ্ত
(খ) অশোক
(গ) সমুদ্রগুপ্ত
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) সমুদ্রগুপ্ত
প্রশ্নঃ কোন্ দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়? -
(ক) ১০ ই ডিসেম্বর
(খ) ১২ ই ডিসেম্বর
(গ) ২৪ শে ডিসেম্বর
(ঘ) ২৫ শে ডিদেম্বর
উত্তরঃ (ক) ১০ ই ডিসেম্বর
প্রশ্নঃ শিখধর্মে 'লঙ্গর' পদ্ধতি কে প্রচলন করেন? -
(ক) গুরু নানক
(খ) গুরু অর্জন
(গ) গুরু অঙ্গদ
(ঘ) গুরু রামদাস
উত্তরঃ (ক) গুরু নানক
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ