Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 4-07-2021/ Daily Current Affairs Today Part 1
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 4-07-2021/ Daily Current Affairs Today Part 1

 Current Affairs / General Knowledge in Bengali Part 1


প্রশ্নঃ কোন্‌ হরমোন BMR বাড়িয়ে দেয় -

(ক) থাইরক্সিন

(খ) ইনসুলিন

(গ) অ্যাড্রিনালিন

(ঘ) টেস্টোস্টেরন

উত্তরঃ (ক) থাইরক্সিন


প্রশ্নঃ সুদ্বাদু খাবার দেখে লালাক্ষরন হল এক ধরনের -

(ক) সহজাত প্রতিবর্ত ক্রিয়া

(খ) অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

(গ) মস্তিষ্কের ক্রিয়া

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) সহজাত প্রতিবর্ত ক্রিয়া


প্রশ্নঃ বংশবৃদ্ধির ধারক ও বাহক কোন্‌টি? -

(ক) মেসোজোম

(খ) পলিজোম

(গ) রাইবোজোম

(ঘ) ক্রোমোজোম

উত্তরঃ (ঘ) ক্রোমোজোম


প্রশ্নঃ ইন্ডিয়া কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত -

(ক) নিউ দিল্লী

(খ) গুজরাট

(গ) দেরাদুন

(ঘ) রাজমুন্দী

উত্তরঃ (ক) নিউ দিল্লী


প্রশ্নঃ কাঁচা লঙ্কায় কোন্‌ ভিটামিন থাকে -

(ক) ভিটামিন A

(খ) ভিটামিন B

(গ) ভিটামিন C

(ঘ) ভিটামিন D

উত্তরঃ (গ) ভিটামিন C


প্রশ্নঃ নীচের কোন্‌ হরমোনের অভাবে ক্রিটিনিজম রোগ হয় -

(ক) ইনসুলিন

(খ) ADH

(গ) থাইরক্সিন

(ঘ) অ্যাড্রিনালিন

উত্তরঃ (গ) থাইরক্সিন


প্রশ্নঃ কোন্‌টি কার্বলিক অ্যাসিড নামে পরিচিত? -

(ক) ফেনোল

(খ) ইথানল

(গ) এসিটিক অ্যাসিড

(ঘ) অক্সালিক অ্যাসিড

উত্তরঃ (ক) ফেনোল


প্রশ্নঃ যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে, তাকে কি বলে? -

(ক) কর্নিয়া

(খ) তারারন্ধ্র

(গ) কোরয়েড

(ঘ)ককলিয়া

উত্তরঃ (খ) তারারন্ধ্র


প্রশ্নঃ ভারতের কোন্‌ রাজ্যকে দুধের বাতলি বলা হয়? -

(ক) হরিয়ানা

(খ) অন্ধ্রপ্রদেশ

(গ) মহারাষ্ট্র

(ঘ) পশ্চিমবঙ্গ

উত্তরঃ (ক) হরিয়ানা


প্রশ্নঃ কোন্‌ হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় -

(ক) থাইরক্সিন

(খ) অ্যাড্রিনালিন

(গ) ADH

(ঘ) ইনসুলিন

উত্তরঃ (ঘ) ইনসুলিন


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close