Current Affairs / General Knowledge in Bengali Part 3
প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস কোন্ তারিখে পালিত হয়? -
(ক) ৩রা জুন
(খ) ৪ঠা জুন
(গ) ৫ই জুন
(ঘ) ৬ই জুন
উত্তরঃ (গ) ৫ই জুন
প্রশ্নঃ মৌলরূপে কোন্টি তীব্রতম জারক পদার্থ? -
(ক) ক্লোরিন
(খ) আয়োডিন
(গ) ফ্লুরোরিন
(ঘ) ব্রোমিন
উত্তরঃ (ক) ক্লোরিন
প্রশ্নঃ কোন্ হরমোনের অধিক ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয় -
(ক) ADH
(খ) STH
(গ) থাইরয়েড
(ঘ) ইনসুলিন
উত্তরঃ (খ) STH
প্রশ্নঃ কাকে কোশের আত্মঘাতী থলি হলা হয় -
(ক) রাইবোজোম
(খ) লাইসোজোম
(গ) গলগিবডি
(ঘ) নিউক্লিওজোম
উত্তরঃ (খ) লাইসোজোম
প্রশ্নঃ ফলচাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? -
(ক) অর্নিথলজি
(খ) হেমাটোলজি
(গ) পোমোলজি
(ঘ) মাইকোলজি
উত্তরঃ (গ) পোমোলজি
প্রশ্নঃ প্রতিবছর কবে 'বিশ্ব রেডিও দিবস' পালিত হয়? -
(ক) ১১ ই ফেব্রুয়ারি
(খ) ১২ ই ফেব্রুয়ারি
(গ) ১৩ ই ফেব্রুয়ারি
(ঘ) ১৪ ই ফেব্রুয়ারি
উত্তরঃ (খ) ১২ ই ফেব্রুয়ারি
প্রশ্নঃ একটি নিউরোট্রান্সমিটার হল -
(ক) গ্লুকোজ
(খ) লিপিড
(গ) গাইকোজেন
(ঘ) অ্যাসিটাইল কোলিন
উত্তরঃ (ঘ) অ্যাসিটাইল কোলিন
প্রশ্নঃ নিম্নের কার জন্মদিন 'পরাক্রম দিবস' হিসাবে পালন করার ঘোষণা হয়েছে? -
(ক) লাল বাহাদুর শাস্ত্রী
(খ) নেতাজি সুভাষচন্দ্র বসু
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) গান্ধিজী
উত্তরঃ (খ) নেতাজি সুভাষচন্দ্র বসু
প্রশ্নঃ গান্ধী বুড়ি কাকে বলা হয়? -
(ক) প্রীতিলতা ওয়াদ্দেদার
(খ) মাতঙ্গিনী হাজরা
(গ) ভগিনী নিবেদিতা
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (খ) মাতঙ্গিনী হাজরা
প্রশ্নঃ "Union Budget" নামে মোবাইল অ্যাপ্লিকেশনটি কে লঞ্চ করিয়েছেন? -
(ক) রামনাথ কোবিন্দ
(খ) নরেন্দ্র দামদার দাস মোদী
(গ) নির্মলা সীতারামণ
(ঘ) যোগী আদিত্যনাথ
উত্তরঃ (গ) নির্মলা সীতারামণ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ