Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 24-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 24-07-2021/ Daily Current Affairs Today Part 5

 Current Affairs / General Knowledge in Bengali Part 5



প্রশ্নঃ সম্প্রতি, কে হরিবাবু কোন্‌ রাজ্যের নতুন রাজ্যপাল রূপে শপথ গ্রহণ করেছেন? -

(ক) হরিয়ানা

(খ) মিজোরাম

(গ) মধ্য প্রদেশ

(ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ (খ) মিজোরাম


প্রশ্নঃ "Internet and Mobile Association of India" এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? -

(ক) বিনায়া খান্না

(খ) কামিনী সিং

(গ) সঞ্জয় গুমা

(ঘ) সঞ্জীব মিশ্র

উত্তরঃ (গ) সঞ্জয় গুমা


প্রশ্নঃ আসামের কোন্‌ জেলা নিউট্রি গার্ডেন প্রোজেক্টের জন্য SKOCH পেল? -

(ক) ডিব্রুগড়

(খ) কাছাড়

(গ) শিলচর

(ঘ) গুয়াহাটি

উত্তরঃ (খ) কাছাড়


প্রশ্নঃ ২০২১ সালের ১৬ই জুলাই ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠা দিবস পালন করল? -

(ক) ৫০ তম

(খ) ৯১ তম

(গ) ৯৩ তম

(ঘ) ১০০ তম

উত্তরঃ (গ) ৯৩ তম


প্রশ্নঃ কোন্‌ আইআইটির গবেষকরা কোষগুলিতে ক্যান্সারজনিত পরিবর্তনগুলি সনাক্ত করতে NB Driver নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গাণিতিক মডেল তৈরি করল? -

(ক) IIT Madras

(খ) IIT Kanpur

(গ) IIT Bombay

(ঘ) IIT Delhi

উত্তরঃ (ক) IIT Madras


প্রশ্নঃ "হেরালা" নামে বিখ্যাত উৎসবটি অনুষ্ঠিত হল কোথায়? -

(ক) তামিলনাড়ু

(খ) অন্ধ্রপ্রদেশ

(গ) উত্তরাখন্ড

(ঘ) কেরালা

উত্তরঃ (গ) উত্তরাখন্ড


প্রশ্নঃ আমেরিকান রিডিং প্ল্যাটফর্ম "Epic" - কে 500 মিলিয়ন ডলার কিনে নিল কোন্‌ ভারতীয় কোম্পানি? -

(ক) Akash International

(খ) Vedanta

(গ) Byju's

(ঘ) Unacademy

উত্তরঃ (গ) Byju's


প্রশ্নঃ হিন্দু মেলার আয়োজন করেন? -

(ক) স্বামী দয়ানন্দ সরস্বতী

(খ) কেশব চন্দ্র সেন

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) নবগোপাল মিত্র

উত্তরঃ (ঘ) নবগোপাল মিত্র


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close