মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও বিজ্ঞান
অষ্টম শ্রেণী
পর্ব ৫
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে -
(ক) পরিবহন ও পরিচালন পদ্ধতিতে
(খ) পরিবহন ও বিকিরণ পদ্ধতিতে
(গ) পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে
(ঘ) বিকিরণ পদ্ধতিতে
উত্তর : (ঘ) বিকিরণ পদ্ধতিতে
১.২ যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হল -
(ক) সোডিয়াম ক্লোরাইড
(খ) অ্যামোনিয়াম সালফেট
(গ) গ্লুকোজ
(ঘ) অ্যাসিটিক অ্যাসিড
উত্তর : (গ) গ্লুকোজ
১.৩ ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হল -
(ক) সঞ্চয়ী পুকুর
(খ) হ্যাচারি
(গ) পালন পুকুর
(ঘ) আঁতুর পুকুর
উত্তর : (ঘ) আঁতুর পুকুর
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ আলুর যে এজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনের ভেঙে ফেলে তার নাম লেখো।
উত্তর : আলুর ক্যাটালেজ নামক এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে।
২.২ বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটনা সম্ভব কিসের জন্য?
উত্তর : বায়ুর মধ্যে অত্যাধিক পরিমাণে জলীয় বাষ্প ও আদ্রতা থাকলে বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব।
২.৩ মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি "ডিপ লিটার"। 'লিটার' কি?
উত্তর : পোল্টি পাখির বিশেষ ধরনের শয্যাকে লিটার বলে। পোল্টি ঘরের মেঝেতে খর, বিচালি, ধানের তুষ, যবের তুষ, ভুট্টা, শুকনো পাতা, কাঠের গুঁড়ো এবং আমের খোলা প্রভৃতি দিয়ে এই লিটার বাস শয্যা তৈরি করা হয়।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন?
উত্তর : কোন রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বেড়ে যায় এবং সেই কারণে বিক্রিয়ক অনুগুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ ও বেড়ে যায় এবং বিক্রিয়ার হারে বৃদ্ধি ঘটে।
৩.২ ইনফ্লুয়েঞ্জা রোগে কি কি লক্ষণ দেখা যায়?
উত্তর : ইনফ্লয়েঞ্জা সাধারণত আবহাওয়া পরিবর্তনের সময় বেশি সক্রিয় হয়ে ওঠে। এই রোগের লক্ষণ গুলি হল,-জ্বর, গলা ব্যথা, পেশিতে ব্যথা, নাক দিয়ে জল পড়া, মাথাব্যথা, কাশি, অবষাদ গ্রস্থতা।
৪. তিনটি চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ তামার আপেক্ষিক তাপ 0.09 cal / g°C। 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20°C বৃদ্ধি করতে হলে কত পরিমান তাপ লাগবে তা নির্ণয় করো।
উত্তর : প্রদত্ত, ভর=70gm
অপেকক্ষিক তাপ =0.09 cal/gm°C
বর্ধিত উষ্ণতা=20°C
আমরা জানি, প্রয়োজনীয় তাপ= ভর X অপেক্ষিক তাপ X বর্ধিত উষ্ণতা
প্রয়োজনীয় তাপ=70x0.09x20 cal
৪.২ "জৈব সার অজৈব সারের চেয়ে ভালো" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর : জৈব সার ও জৈব সার এর চেয়ে ভালো বক্তব্যটির স্বপক্ষে যুক্তি বা কারণ হলো-
(১) রাসায়নিক এর কুপ্রভাব থেকে মাটিকে সুরক্ষা প্রদান সম্ভব রাসায়নিক এর পরিবর্তে জৈব সার প্রয়োগ করে।
(২) রাসায়নিক সার ব্যবহারের মাটি তার গুন হারায় অপরপক্ষে জৈব সার মাটির অম্লত্ব ও ক্ষারত্বের নিয়ন্ত্রণে সাহায্য কাজ করে এমনকি মাটির সহনশীলতা বৃদ্ধি করে।
(৩) জৈব সার প্রয়োগ করে উৎপাদিত ফসল স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হয়।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
Tags Line
---------------------------------
model activity task class 8 Amader Paribesh part 5
class 8 model activity task Amader Paribesh part 5
Amader Paribesh class 8 model activity task part 5
part 5 model activity task class 8 Amader Paribesh
model activity task class 8 Amader Paribesh part 5 answer
model activity task class 8 Amader Paribesh part 5 answer pdf
model activity task class 8 Amader Paribesh part 5 answers
model activity task class 8 Amader Paribesh part 5 answers pdf
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 আমাদের পরিবেশ পাট 5
মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ অষ্টম শ্রেণি part 5
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Class 8
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 class 8 আমাদের পরিবেশ পাট 5
ভালো
উত্তরমুছুন