মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
অষ্টম শ্রেণি
পর্ব ৫
দ্বিতীয় অধ্যায়ঃ স্বাস্থ্য শিক্ষা
১। শূন্যস্থান পূরণ করো :
(ক) WHO এর পুরো নাম __________ health organisation।
উত্তর : WHO এর পুরো নাম world health organisation।
(খ) বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা __________ ও সুরক্ষিত হতে হবে।
উত্তর : বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা বিশুদ্ধ ও সুরক্ষিত হতে হবে।
(গ) স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে __________ সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়।
উত্তর : স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীর সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়।
(ঘ) দরিদ্র পরিবারগুলি চিকিৎসা ব্যয় এর ৬০ __________ খরচ হয় স্বাস্থ্য বিধানের অভাব জনিত জল বাহিত রোগের চিকিৎসায়।
উত্তর : দরিদ্র পরিবারগুলি চিকিৎসা ব্যয় এর ৬০ শতাংশ খরচ হয় স্বাস্থ্য বিধানের অভাব জনিত জল বাহিত রোগের চিকিৎসায়।
(ঙ) কোন দেশের জনসাধারণের জীবন যাত্রার মান কত উন্নত তার উপর নির্ভর করে ওই দেশের মানব __________ সূচক।
উত্তর : কোন দেশের জনসাধারণের জীবন যাত্রার মান কত উন্নত তার উপর নির্ভর করে ওই দেশের মানব উন্নয়ন সূচক।
২। সঠিক উত্তরটি নির্বাচন করো :
(ক) শিক্ষার্থীদের শরীরের আয়োডিন নাম ও খনিজ মৌল টির অভাব হলে কি কি উপসর্গ দেখা দেবে?
i) চোখে ট্যারা ভাব
ii) পড়াশোনায় পিছিয়ে পড়া
iii) ক্লান্তি ভাব
iv) গলগন্ড
v) সবকয়টি
উত্তর : v) সবকয়টি
(খ) কোন রোগটি আয়রন নামক খনিজ মৌলের অভাবে জনিত রোগ?
i) চর্মরোগ
ii) ডেঙ্গু
iii) ম্যালেরিয়া
iv) রক্তাল্পতা
v) রাতকানা
উত্তর : iv) রক্তাল্পতা
(গ) কোন্ টি বিভিন্ন ধরনের রোগ?
i) ম্যালেরিয়া
ii) ফাইলেরিয়া বা গোদ
iii) টিটেনাস
iv) ডেঙ্গু
v) চিকনগুনিয়া
উত্তর : iii) টিটেনাস
(ঘ) যদি উত্তরটা হয় এডিস মশা, তাহলে প্রশ্নটা কি ছিল?
i) কোন মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়?
ii) কোন মশা কামড়ালে চিকনগুনিয়া রোগ হয়?
iii) কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়?
iv) কোন মশা কামড়ালে ফাইলেরিয়া রোগ হয়?
উত্তর : iii) কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়?
(ঙ) কখন কখন হাত ধুতে হবে?
i) খাবার খাওয়ার আগে ও পরে
ii) শৌচাগার ব্যবহারের পরে
iii) রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে
iv) স্নান করার পরে
v) i)+ii)+iii) নং ক্ষেত্রে
vi) সবকটি ক্ষেত্রেই
উত্তর : v) i)+ii)+iii) নং ক্ষেত্রে
৩। নিজের মতো করে লেখো :
(ক) নির্মল গ্রামের বৈশিষ্ট্য গুলি তালিকাভুক্ত করো।
উত্তর : নির্মল বাংলা অভিযানের প্রধান লক্ষ্যই হলো নির্মল গ্রাম গঠন করা। নির্মল গ্রাম এর বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো-
(১) খোলা জায়গা মলমূত্র ত্যাগ নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহণ ও ঘোষণা করতে হবে এবং নিয়ম ভঙ্গ কারীদের শাস্তি ও জরিমানা প্রতিবেদনও থাকবে।
(২) প্রতিটি বাড়িতে শৌচাগার গড়ে তুলতে হবে।
(৩) প্রতিটি শৌচাগারে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো-বাতাসের সংস্থান থাকবে।
(৪) গ্রামের পরিবেশ নির্মল করে গড়ে তোলার জন্য বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে।
(৫) গ্রামের যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা নিষিদ্ধ করে নির্দিষ্ট জায়গায় তার জমা করার ব্যবস্থা করতে হবে।
(৬) ভাগাড় থাকবে জনবসতি থেকে দূরবর্তী তো এলাকার এবং সেখানে নিয়মিত নজরদারি রাখতে হবে।
(৭) ব্যবহৃত জলের পুনর্ব্যবহার ও সবজি বাগানে ওই জলের ব্যবহার সুনিশ্চিত করা হয়। কুকুর গুলো পরিষ্কার রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।
(খ) বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে?
উত্তর : (১) বিদ্যালয়ের পানীয় জলের উৎস এবং সংরক্ষণ পাত্র সর্বদা নিরাপদ, পরিষ্কার ও সুরক্ষিত হতে হবে।
(২) শৌচাগারে পরিচ্ছন্নতা ও সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহারের সুবিধা থাকতে হবে। বালক বালিকাদের জন্য আলাদা শৌচাগার থাকতে হবে এবং নিয়মিত তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা দরকার।
(৩) হাত ধোয়ার ব্যবস্থা: খাওয়ার আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পরে হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থাসহ জলের সংস্থান, নল বাহিত জলের ব্যবস্থা, বেসিনের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।
(৪) বজ্র পৃথকীকরণ ব্যবস্থা: বিদ্যালয়ের ভিতরে কঠিন বর্জ্য পৃথকীকরণ দ্বারা পচলনশীল ও অপচনশীলফর্জ পৃথক জায়গায় ফেলা এবং পচনশীল বজ্র থেকে সার তৈরীর ব্যবস্থা রাখতে হবে।
(৫) ডান্স বিন এর ব্যবহার ও তার সুফল ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে তা পালন করতে হবে।
(৬) বিদ্যালয়ের রান্নাঘরে উনুন, নল বাহিত জল প্রভৃতির অত্যাধুনিক সুবিধা থাকতে হবে। বিদ্যালয়ে মিড ডে মিলের থালা-বাসন সহ রান্না করার আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
(৭) স্কুলের শৌচাগার এবং জল বাহিত নল গুলিতে ফিনাইল এর মত কীটনাশক ব্যবহার করতে হবে।
(৮) বিদ্যালয়ের গাছ লাগাতে হবে এমনকি বিদ্যালয়ের পরিসরে ফুলের বাগান, সবজি গাছ, ফলের গাছ থাকবে। বিদ্যালয়ের অতিরিক্ত নোংরা জল বাগানে ব্যবহার করে বাগান ও গাছগাছালির পরিচর্চা পড়ুয়াদের শামিল করতে হবে।
(৯) প্রতিটি বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় সামগ্রী থাকতে হবে।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
Tags Line
---------------------------------
model activity task class 8 swastha o sharirshiksha part 5
class 8 model activity task swastha o sharirshiksha part 5
swastha o sharirshiksha class 8 model activity task part 5
part 5 model activity task class 8 swastha o sharirshiksha
model activity task class 8 swastha o sharirshiksha part 5 answer
model activity task class 8 swastha o sharirshiksha part 5 answer pdf
model activity task class 8 swastha o sharirshiksha part 5 answers
model activity task class 8 swastha o sharirshiksha part 5 answers pdf
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 স্বাস্থ্য ও শারীরশিক্ষা পাট 5
মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরশিক্ষা অষ্টম শ্রেণি part 5
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Class 8
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 class 8 স্বাস্থ্য ও শারীরশিক্ষা পাট 5
❤❤
উত্তরমুছুন