Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ সম্প্রতি, কোন্ রাজ্য পুলিশ পিঙ্ক প্রটেকশন পরিযোজনা শুরু করেছে? -
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) হরিয়ানা
(গ) কেরল
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (গ) কেরল
প্রশ্নঃ সম্প্রতি, কে "Miss India USA 2021" খেতাব জিতেছে? -
(ক) বৈদেহী ডোঙ্গরে
(খ) আরশি খান
(গ) মনসা সিং
(ঘ) মানদী চিল্লর
উত্তরঃ (ক) বৈদেহী ডোঙ্গরে
প্রশ্নঃ আন্তর্জাতিক হাঙর সচেতনতা দিবস কবে পালিত হয়? -
(ক) ১২ই জুলাই
(খ) ১৩ই জুলাই
(গ) ১৪ই জুলাই
(ঘ) ১৫ই জুলাই
উত্তরঃ (গ) ১৪ই জুলাই
প্রশ্নঃ মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্ররিচালনার দায়িত্ব নিল কোন্ কোম্পানি? -
(ক) GMR Airports Limited
(খ) GVK Airport Holdings Limited
(গ) Airport Authority of India
(ঘ) Adani Airport Holdings Limited
উত্তরঃ (ঘ) Adani Airport Holdings Limited
প্রশ্নঃ কে ডর্টমুন্ডে অনুষ্ঠিত Sparkassen Trophy জয়লাভ করলো? -
(ক) কনেরু হ্যাম্পি
(খ) ম্যাগনাস কার্লসেন
(গ) ব্লাদিমির ক্রমনিক
(ঘ) বিশ্বনাথন আনন্দ
উত্তরঃ (ঘ) বিশ্বনাথন আনন্দ
প্রশ্নঃ সম্প্রতি, কোন্ রাজ্যের বিধানসভ্য Cow Protection Bill 2021 উপস্থাপন করা হলো? -
(ক) মধ্যপ্রদেশ
(খ) উত্তরপ্রদেশ
(গ) আসাম
(ঘ) রাজস্থান
উত্তরঃ (গ) আসাম
প্রশ্নঃ সংস্কৃত ভাষায় বিভিন্ন অ্যাওয়ার্ড জয়ী সমস্ত পন্ডিতদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার ঘোষণা করল কোন্ রাজ্য? -
(ক) উত্তরপ্রদেশ
(খ) হরিয়ানা
(গ) আসাম
(ঘ) মেঘালয়
উত্তরঃ (খ) হরিয়ানা
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম তৈল ক্ষেত্র হচ্ছে? -
(ক) রাশিয়া
(খ) সৌদি আরব
(গ) ইরান
(ঘ) ভেনেজুয়েলা
উত্তরঃ (ঘ) ভেনেজুয়েলা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ