LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 26-07-2021/ Daily Current Affairs Today Part 2
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 26-07-2021/ Daily Current Affairs Today Part 2

 Current Affairs / General Knowledge in Bengali Part 2



প্রশ্নঃ জাতীয় আয়কর দিবস কবে পালিত হয় -

(ক) ২৩শে জুলাই

(খ) ২৪শে জুলাই

(গ) ২৫শে জুলাই

(ঘ) ২৬শে জুলাই

উত্তরঃ (খ) ২৪শে জুলাই


প্রশ্নঃ "শিলাদিত্য" উপাধি কে গ্রহণ করেছিলেন -

(ক) লক্ষণ সেন

(খ) হর্ষবর্ধন

(গ) শশাঙ্ক

(ঘ) দ্বিতীয় পুলকেশী

উত্তরঃ (খ) হর্ষবর্ধন


প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? -

(ক) ১৪ ডিগ্রী

(খ) ১৫ ডিগ্রী

(গ) ১৬ ডিগ্রী

(ঘ) ১৭ ডিগ্রী

উত্তরঃ (ঘ) ১৭ ডিগ্রী


প্রশ্নঃ ভারতের কোন্‌ ধরনের বিদ্যুৎ সর্বাধিক পরিমাণে উৎপন্ন হয় -

(ক) নিউক্লিয়াস

(খ) সৌরবিদ্যুৎ

(গ) বায়ুবিদ্যুৎ 

(ঘ) তাপবিদ্যুৎ

উত্তরঃ (ঘ) তাপবিদ্যুৎ


প্রশ্নঃ সম্প্রতি কোন্‌ রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার যোজনা শুরু করেছেন -

(ক) হিমাচল প্রদেশ

(খ) পশ্চিমবঙ্গ

(গ) তামিলনাড়ু

(ঘ) কেরালা

উত্তরঃ (খ) পশ্চিমবঙ্গ


প্রশ্নঃ পরাগরেণু থেকে কি রোগ হয় -

(ক) অ্যালার্জি

(খ) পীতজ্বর

(গ) টাইফয়েড

(ঘ) ম্যালেরিয়া

উত্তরঃ (ক) অ্যালার্জি


প্রশ্নঃ নীচের কোন্‌ ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল? -

(ক) ব্রোঞ্জ

(খ) তামা

(গ) লোহা

(ঘ) রূপা

উত্তরঃ (গ) লোহা


প্রশ্নঃ কোন্‌ গ্যাস বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়? -

(ক) নাইট্রোজেন

(খ) হাইড্রোজেন

(গ) হিলিয়াম

(ঘ) নিয়ন

উত্তরঃ (ক) নাইট্রোজেন


প্রশ্নঃ ভারতের বিখ্যাত "লেগুন হ্রদ" কোন্‌টি? -

(ক) দল হ্রদ

(খ) পুলিকট হ্রদ

(গ) চিল্কা হ্রদ

(ঘ) মানস সরোবর

উত্তরঃ (গ) চিল্কা হ্রদ


প্রশ্নঃ নীচের কোন্‌ গাছকে সূর্যের কন্যা বলা হয়? -

(ক) সূর্যমুখী

(খ) লজ্জাবতী

(গ) তুলা

(ঘ) কলা

উত্তরঃ (গ) তুলা


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close