মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা (প্রথম ভাষা)
চতুর্থ শ্রেণি
পর্ব ৫
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. 'সেই স্তব্ধতার মধ্যে উবার ফিশফিশ গলা শুনতে পেলাম' - উবা কোন্ কথা ফিশফিশিয়ে বলে উঠেছে?
উত্তরঃ উবা ফিশফিশ করে বলে বোতোকে দেখানোর চেষ্টা করছিল।
২. 'জলের নীচে বোতোকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম...' - কথক 'মনে মনে' কী বলেছিল?
উত্তরঃ অমরেন্দ্র চক্রবর্তীর লেখা "আমাজনের জঙ্গলে" গল্প কথক মনে মনে বলেছিলেন যে বোতো যদি সত্যিই আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে সে যেন কথককে তার মা-বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় বলে দেয়।
৩. 'আমি সাগর পাড়ি দেবো' - বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য কী?
উত্তরঃ "আমি সাগর পাড়ি দেবো" কবিতায় কবি কাজী নজরুল ইসলাম সাগর পাড়ি দেওয়ার বাসনা প্রকাশ করেছেন। দেশ বিদেশ থেকে জহরত, পান্নাচুনি, মুক্তার মালা ইত্যাদি এনে তিনি তাঁর মায়ের দুঃখ ঘুচাবেন। তিনি হবেন রাজার কুমার আর মাকে বানাবেন রাজরানী।
৪. 'দক্ষিণ মেরু অভিযান' গদ্যাংশ এঁদের নাম কোন্ কোন্ প্রসঙ্গে এসেছে?
নাম |
প্রসঙ্গ |
১. সার ক্লেমেন্টস
মার্কহাম |
|
২. আর্নস্ট স্যাকলটন |
|
৩. উইলসন |
|
৪. ইভানস |
|
৫. আমুন্ডসেন |
|
উত্তরঃ
নাম |
প্রসঙ্গ |
১. সার ক্লেমেন্টস
মার্কহাম |
রয়েল জিয়োগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট |
২. আর্নস্ট স্যাকলটন |
ডিসকভারি নামক জাহাজের নাবিক |
৩. উইলসন |
১৯০২ খ্রিস্টাব্দের নভেম্বরে শ্লেজযাত্রার সঙ্গী |
৪. ইভানস |
দ্বিতীয় অভিযানের সঙ্গী |
৫. আমুন্ডসেন |
দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কারকর্তা |
৫. 'আলো' নাটকের পাত্র-পাত্রী কারা? তাদের মধ্যে কাকে তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন?
উত্তরঃ লীলা মজুমদারের "আলো" নাটকের পাত্র-পাত্রীরা হল - পিসি, শম্ভু, নিতাই, গুরুমশাই, এছাড়াও বেড়াল, গায়কগণ প্রভৃতি।
এদের মধ্যে পিসিকে আমার সবচেয়ে ভালো লেগেছে কারন পিসির কথা শুনে শম্ভু ভয় উপেক্ষা করতে পেরেছে। শম্ভুর পিসি তাকে জানান যে তার বাবা মা বিদেশে গেলে তার দাদুই একদিন তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। দাদু তাদের সুস্থ্য ভাবে বাঁচিয়ে রাখতে প্রানপণ চেষ্টা করে ছিলেন তিনি কিনা আজ ওষুধের অভাবে বিনা চিকিৎসায় মারা যাবেন। এই কথা শুনে শম্ভুর ভয় কেটে ছিল।
৬. '... আমাদের দলটা চলল সেজোপিসিমার বাড়ির দিকে।' - সেজোপিসিমার বাড়ি কোন্ গ্রামে? তাঁর বাড়ি যাওয়ার পথে কী ঘটেছিল?
উত্তরঃ সেজোপিসিরমার বাড়ি চন্দ্রহার গ্রামে।
বেশ হই চই করে কথকের সেজোপিসির বাড়ির পথে চলছিল। অপরাহ্নে হঠাৎ নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসার মতো মেঘ উঠল। বাতাস ও বিদ্যুত এসে ঘোঁট পাকাতে লাগল। বৃষ্টিও নামল। তাদের একমাত্র তাপ্পিমারা ছাতাটাও উল্টে গেল। বৃষ্টি ঝেঁপে এলে তারা গাছ তলায় দাঁড়ায়, কমলে আবার হাঁটে। শেষে বিরক্ত হয়ে বৃষ্টির মধ্যেই তারা চলতে লাগলো। পথে কিছু মাছ ধরে তারা উলটানো ছাতার মধ্যে ভরে নিলো। অবশেষে সন্ধান মুখে তারা সেজোপিসির বাড়ি পৌঁছাল।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ