Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ কোন্ দেশ 'G20 Enviroment Leaders Summit 2021' - এর আয়োজন করবে? -
(ক) আর্জেন্টিনা
(খ) ফ্রান্স
(গ) ইতালি
(ঘ) ভারত
উত্তরঃ (গ) ইতালি
প্রশ্নঃ ৩২তম গ্রীষ্মকালীন 'অলিম্পিক ২০২০' - এ কোন্ ভারতীয় প্রথম পদক জিতেছে? -
(ক) মীরাবাঈ চানু
(খ) গীতা ফোগট
(গ) পি ভি সিন্ধু
(ঘ) মনিকা বাত্রা
উত্তরঃ (ক) মীরাবাঈ চানু
প্রশ্নঃ সম্প্রতি, কবে স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্মবার্ষিকী পালিত হয়েছে? -
(ক) ২২শে জুলাই
(খ) ২৩শে জুলাই
(গ) ২৪শে জুলাই
(ঘ) ২৫শে জুলাই
উত্তরঃ (খ) ২৩শে জুলাই
প্রশ্নঃ হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত? -
(ক) সুরেশ রায়না
(খ) আকাশ চোপড়া
(গ) কপিল দেব
(ঘ) রাহুল দ্রাবিড়
উত্তরঃ (গ) কপিল দেব
প্রশ্নঃ পায়রার বায়ু থলির সংখ্যা -
(ক) ৯ টি
(খ) ৯ জোড়া
(গ) ১৩ টি
(ঘ) ১৩ জোড়া
উত্তরঃ (ক) ৯ টি
প্রশ্নঃ মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল? -
(ক) খুররম
(খ) দারা
(গ) সেলিম
(ঘ) মুরাদ
উত্তরঃ (ক) খুররম
প্রশ্নঃ ভারতে জিরো আওয়ার ধারণাটি সূচনা হয় -
(ক) ১৯৬০ সালে
(খ) ১৯৬১ সালে
(গ) ১৯৬২ সালে
(ঘ) ১৯৬৩ সালে
উত্তরঃ (গ) ১৯৬২ সালে
প্রশ্নঃ ভারতের রেল ইঞ্জিন শিল্প কোথায় অবস্থিত -
(ক) কাপূরথালা
(খ) পেরাম্বুর
(গ) চিত্তরঞ্জন
(ঘ) ব্যাঙ্গালোর
উত্তরঃ (গ) চিত্তরঞ্জন
প্রশ্নঃ সবরমতি আশ্রম কে বানিয়েছিলেন? -
(ক) বল্লভভাই প্যাটেল
(খ) মহাত্মা গান্ধী
(গ) শাহজাহান
(ঘ) গুরু রামদাস
উত্তরঃ (খ) মহাত্মা গান্ধী
প্রশ্নঃ বর্তমানে কলকাতার পুলিশ কমিশনার হলেন -
(ক) সুপ্রতিম সরকার
(খ) রাজীব মিশ্র
(গ) সৌমিত্র মিত্র
(ঘ) সুরজিৎ কর পুরকায়স্থ
উত্তরঃ (গ) সৌমিত্র মিত্র
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ