Current Affairs / General Knowledge in Bengali Part 3
প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিতে রচিত -
(ক) ভিল বিদ্রোহ(খ) সিপাহী বিদ্রোহ
(গ) সন্ন্যাসী বিদ্রোহ
(ঘ) নীল বিদ্রোহ
উত্তরঃ (গ) সন্ন্যাসী বিদ্রোহ
প্রশ্নঃপশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্পের নাম কী?
(ক) ইলেকট্রনিক্স শিল্প
(খ) তাঁত বস্ত্রবয়ন শিল্প
(গ) রেশম শিল্প
(ঘ) কাঁসা-পিতল শিল্প
উত্তরঃ (খ) তাঁত বস্ত্রবয়ন শিল্প
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা গাছের চাষ হয়?
(ক) ঝাড়গ্রাম
(খ) শিলিগুড়ি
(গ) আলিপুরদুয়ার
(ঘ) মংপু
উত্তরঃ (ঘ) মংপু
প্রশ্নঃ ইউরোপের দীর্ঘতম নদীটির নাম-
(ক) দানিয়ুব
(খ) ভল্গা
(গ) টেসম
(ঘ) রাইন
উত্তরঃ (খ) ভল্গা
প্রশ্নঃ কোন দেশের সহযোগিতায় দুর্গাপুর লৌহ-ইস্পাত কারখানা গড়ে উঠেছে?
(ক) দক্ষিন কোরিয়া
(খ) রাশিয়া
(গ) জাপান
(ঘ) গ্রেট ব্রিটেন
উত্তরঃ (ঘ) গ্রেট ব্রিটেন
প্রশ্নঃ কালো রাজহাঁস কোথায় পাওয়া যায়?
(ক) আমেরিকা
(খ) মহারাষ্ট্র
(গ) দক্ষিন উপকূল
(ঘ) পশ্চিম অট্রেলিয়া
উত্তরঃ (ঘ) পশ্চিম অট্রেলিয়া
প্রশ্নঃ বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত?
(ক) মহারাষ্ট্রে
(খ) উড়িষ্যায়
(গ) ঝাড়খন্ডে
(ঘ) বিহারে
উত্তরঃ (গ) ঝাড়খন্ডে
প্রশ্নঃ মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পন ব্যবহার করা হয়?
(ক) সমতল
(খ) অবতল
(গ) উত্তল
(ঘ) অমসৃণ উত্তল
উত্তরঃ (খ) অবতল
প্রশ্নঃ খাদ্য পিরামিড সম্পর্কে কে ধারণা ব্যত্ত করেন?
(ক) ট্রান্সলে
(খ) এলটন
(গ) হেকেল
(ঘ) ওডাম
উত্তরঃ (খ) এলটন
প্রশ্নঃ ব্ল্যাক ফরেস্ট স্তুপ পর্বত কোন দেশে অবস্থিত -
(ক) ইটালি
(খ) রাশিয়া
(গ) জার্মানি
(ঘ) আমেরিকা
উত্তরঃ (গ) জার্মানি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ