Current Affairs / General Knowledge in Bengali Part 4
প্রশ্নঃ কোন্ কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম ডোজের ১০০ শতাংশ টীকাকরণ সফল করেছে? -
(ক)চন্ডিগড়
(খ) পুদুচেরি
(গ) লাদাখ
(ঘ) জম্মু ও কাশ্মীর
উত্তরঃ (গ) লাদাখ
প্রশ্নঃ Abiy Ahmed কোন্ দেশের প্রধানমন্ত্রী পদে আবার অধিষ্ঠ হলেন? -
(ক) মালি
(খ) ইথিওপিয়া
(গ) ইউগান্ডা
(ঘ) রাশিয়া
উত্তরঃ (গ) ইউগান্ডা
প্রশ্নঃ সাবানের বুদবুদ গোলাকার হওয়ার কারণ হলো -
(ক) অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন
(খ) পৃষ্ঠটান
(গ) কৈশিকক্রিয়া
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) পৃষ্ঠটান
প্রশ্নঃ ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপ কোন্ দেশ জয়লাভ করেছিল? -
(ক) নেদারল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) ক্রোয়েশয়া
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (খ) ফ্রান্স
প্রশ্নঃ কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন? -
(ক) বাহাদুর শাহ
(খ) মহম্মদ বিনতুঘলক
(গ) সুলতান মাহমুদ
(ঘ) লক্ষণ সেন
উত্তরঃ (খ) মহম্মদ বিনতুঘলক
প্রশ্নঃ বায়ুমন্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো -
(ক) জলীয় বাষ্প
(খ) আর্গন
(গ) অক্সিজেন
(ঘ) নাইট্রোজেন
উত্তরঃ (খ) আর্গন
প্রশ্নঃ "NABARD" - এর সদর দপ্তর কোথায় অবস্থিত? -
(ক) রাজস্থান
(খ) দিল্লী
(গ) পাঞ্জাব
(ঘ) মুম্বাই
উত্তরঃ (ঘ) মুম্বাই
প্রশ্নঃ নীচের নদীগুলির মধ্যে কোন্টি বঙ্গোপসাগরে পড়েছে? -
(ক) কাবেরী
(খ) তাপ্তী
(গ) নর্মদা
(ঘ) সবরমতি
উত্তরঃ (ক) কাবেরী
প্রশ্নঃ "পথের পাঁচালি" উপন্যাসের লেখক কে? -
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ "What Bengals think today, India will think tomorrow" - উক্তিটি কার? -
(ক) লাল বাহাদুর শাস্ত্রী
(খ) গোখলে
(গ) গান্ধীজী
(ঘ) উপরের কেউই নয়
উত্তরঃ (খ) গোখলে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ