LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 16-07-2021/ Daily Current Affairs Today Part 2
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 16-07-2021/ Daily Current Affairs Today Part 2

Current Affairs / General Knowledge in Bengali Part 2 


প্রশ্নঃ মালনাদ কথাটির অর্থ - 

(ক) বালুকাময় দেশ

(খ) পাহাড়ি দেশ

(গ) মালভূমির দেশ

(ঘ) সমভূমির দেশ

উত্তরঃ (খ) পাহাড়ি দেশ


 প্রশ্নঃ হিমালয় পর্বতের একটি শৃঙ্গ K2 অপর কি নামেও পরিচিত? -

(ক) কাঞ্চনজঙ্ঘা

(খ) গডউইন অস্টিন

(গ) নাঙ্গা পর্বত

(ঘ) কৈলাশ পর্বত

উত্তরঃ (খ) গডউইন অস্টিন


 প্রশ্নঃ নীচের কোন্টি‌ পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? - 

(ক) বায়ুশক্তি

(খ) জ্বালানি কোষ

(গ) সৌরশক্তি

(ঘ) জলবিদ্যুৎ

উত্তরঃ (খ) জ্বালানি কোষ


 প্রশ্নঃ কোন্‌ দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে ধরা হয়? -

(ক) ০ ডিগ্রী

(খ) ৯০ ডিগ্রী

(গ) ১২০ ডিগ্রী

(ঘ) ১৮০ ডিগ্রী

উত্তরঃ (ঘ) ১৮০ ডিগ্রী


 প্রশ্নঃ মার্বেল জলপ্রপাত কোথায় দেখা যায় -

(ক) ওড়িশা

(খ) ভোপাল

(গ) ইন্দোর

(ঘ) জব্বল্পুর

উত্তরঃ (ঘ) জব্বল্পুর


 প্রশ্নঃ "ফু কোয়ো কি" কার লেখা -

(ক) হেরোডোটাস

(খ) মেগাস্থিনিস

(গ) ফা হিয়েন

(ঘ) হিউয়েন সাং

উত্তরঃ (গ) ফা হিয়েন


 প্রশ্নঃ আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোন্‌টি? -

(ক) রেনগজ

(খ) হাইগ্রোমিটার

(গ) ব্যারোমিটার

(ঘ) থার্মোমিটার

উত্তরঃ (খ) হাইগ্রোমিটার


 প্রশ্নঃ ভর ও ওজনের মধ্যে কোন্‌টি বস্তুর স্বকীয় ধর্ম -

(ক) ভর

(খ) ওজন

(গ) দুটোই

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) ভর


 প্রশ্নঃ সুরাট শহরটি কোন্‌ নদীর তীরে অবস্থিত -

(ক) যমুনা

(খ) তাপ্তি

(গ) সবরমতী 

(ঘ) নর্মদা

উত্তরঃ (খ) তাপ্তি


 প্রশ্নঃ ধাত্রীদেবতা উপন্যাসের লেখক হলেন -

(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close