Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 16-07-2021/ Daily Current Affairs Today Part 1
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 16-07-2021/ Daily Current Affairs Today Part 1

 Current Affairs / General Knowledge in Bengali Part 1


প্রশ্নঃ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন্‌ গ্রিক দূত এদেশে আসেন -

(ক) হিউয়েন সাঙ

(খ) মেগাস্থিনিস

(গ) অলবিরুনি

(ঘ) ফা-হিয়েন

উত্তরঃ (খ) মেগাস্থিনিস


 প্রশ্নঃ মিড ডে মিল সর্বপ্রথম কোন্‌ রাজ্যে শুরু হয়? -

(ক) বিহার

(খ) তামিলনাড়ু

(গ) কেরালা

(ঘ) গুজরাট

উত্তরঃ (খ) তামিলনাড়ু


 প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল -

(ক) গঙ্গোত্রী

(খ) ল্যামবার্ট

(গ) হিসপার

(ঘ) সিয়াচেন

উত্তরঃ (খ) ল্যামবার্ট


 প্রশ্নঃ পৃথিবীর সব থেকে বড়ো মিষ্টি জলের হ্রদ হলো -

(ক) উলার হ্রদ

(খ) সুপিরিয়র হ্রদ

(গ) কাস্পিয়ান সাগর

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) সুপিরিয়র হ্রদ


 প্রশ্নঃ ভূমধ্যসাগরের চাবি কাকে বলে -

(ক) নরওয়ে

(খ) প্যালেস্তাইন

(গ) অস্ট্রেলিয়া

(ঘ) জিব্রাল্টার

উত্তরঃ (ঘ) জিব্রাল্টার


 প্রশ্নঃ লবনের দ্বীপ -

(ক) জাঞ্জিবার

(খ) কোরিয়া

(গ) পুনে

(ঘ) ব্যাঙ্গালোর

উত্তরঃ (ক) জাঞ্জিবার


 প্রশ্নঃ ভারতের প্রাচীনতম পর্বত কোন্‌টি? -

(ক) বিন্ধ্য

(খ) কারাকোরাম

(গ) মাউন্ট আবু

(ঘ) আরাবল্লী

উত্তরঃ (ঘ) আরাবল্লী


 প্রশ্নঃ ভারতের কোন্‌ হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত? -

(ক) পেরিয়ার হ্রদ

(খ) উলার হ্রদ

(গ) চিল্কা হ্রদ

(ঘ) সম্বর হ্রদ

উত্তরঃ (ঘ) সম্বর হ্রদ


 প্রশ্নঃ রাজমহলের পাহাড়গুলি কোন্‌ শিলায় গঠিত?- 

(ক) ব্যাসাল্ট

(খ) চুনাপাথর

(গ) পরফাইরি

(ঘ) গ্রানাইট

উত্তরঃ (ক) ব্যাসাল্ট


 প্রশ্নঃ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি -

(ক) পাম্বন দ্বীপ

(খ) ব্যারন দ্বীপ

(গ) নিকোবর দ্বীপ

(ঘ) আন্দামান দ্বীপ

উত্তরঃ (খ) ব্যারন দ্বীপ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close