Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ দন্ত চিকিৎসকেরা সাধারণত কি ধরনের দর্পন ব্যবহার করা হয় -
(ক) সমতল
(খ) উত্তল
(গ) অবতল
(ঘ) অমসৃণ উত্তল
উত্তরঃ (গ) অবতল
প্রশ্নঃ গান্ধীনগর শহরটি কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) যমুনা
(খ) সবরমতী
(গ) তাপ্তি
(ঘ) নর্মদা
উত্তরঃ (খ) সবরমতী
প্রশ্নঃ গুয়াহাটি শহরটি কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) গোদাবরী
(খ) ব্রহ্মপুত্র
(গ) রায়ডাক
(ঘ) তিস্তা
উত্তরঃ (খ) ব্রহ্মপুত্র
প্রশ্নঃ রাওলাট আইনের সময়কালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন -
(ক) আরউইন
(খ) লর্ড চেমসফোর্ড
(গ) লর্ড হার্ডিঞ্জ
(ঘ) লর্ড মিন্টো
উত্তরঃ (খ) লর্ড চেমসফোর্ড
প্রশ্নঃ বাল গঙ্গাধর তিলককে "ভারতের হীরে" বলে সম্বোধন করেছিলেন কে? -
(ক) রানাডেকে
(খ) বিপিন পালকে
(গ) নেতাজীকে
(ঘ) গোপাল কৃষ্ণ গোখলে
উত্তরঃ (ঘ) গোপাল কৃষ্ণ গোখলে
প্রশ্নঃ "মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই" - গানটির রচয়িতা কে -
(ক) মান্না দে
(খ) মুকুন্দ দাস
(গ) রজনীকান্ত সেন
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ (গ) রজনীকান্ত সেন
প্রশ্নঃ কোন্ রাজ্য সম্প্রতি "টু চাইল্ড পলিসি" চালু করতে চলেছে -
(ক) গোয়া
(খ) ছত্রিশগড়
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) উত্তর প্রদেশ
উত্তরঃ (ঘ) উত্তর প্রদেশ
প্রশ্নঃ "শের বাহাদুর দোয়াব" কোন্ দেশের প্রধানমন্ত্রী হলেন -
(ক) মালদ্বীপ
(খ) নেপাল
(গ) মায়ানমার
(ঘ) ভুটান
উত্তরঃ (খ) নেপাল
প্রশ্নঃ ভারতের আধুনিক পুলিস ব্যাবস্থার জনক কে? -
(ক) লর্ড কর্ণওয়ালিশ
(খ) লর্ড কার্জন
(গ) লর্ড ডালহৌসী
(ঘ) লর্ড রিপন
উত্তরঃ (ক) লর্ড কর্ণওয়ালিশ
প্রশ্নঃ "ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত" - এর কবি হলেন -
(ক) বিহারীলাল চক্রবর্তী
(খ) সুভাষ মুখোপাধ্যায়
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ (খ) সুভাষ মুখোপাধ্যায়
প্রশ্নঃ ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন -
(ক) সরোজিনী নাইডু
(খ) শ্যামজী কৃষ্ণবর্মা
(গ) অ্যানি বেসান্ত
(ঘ) ভিকাজি রুস্তম কামা
উত্তরঃ (খ) শ্যামজী কৃষ্ণবর্মা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ