Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 15-07-2021/ Daily Current Affairs Today Part 6
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 15-07-2021/ Daily Current Affairs Today Part 6

 Current Affairs / General Knowledge in Bengali Part 6


প্রশ্নঃ "সারদামঙ্গল" - এর কবি হলেন - 

(ক) সুভাষ মখোপাধ্যায়

(খ) বিহারীলাল চক্রবর্তী

(গ) সুকান্ত ভট্টাচার্য

(ঘ) জীবনানন্দ দাস 

উত্তরঃ (খ) বিহারীলাল চক্রবর্তী


 প্রশ্নঃ কালকেতু দ্যা হান্টার চিত্রটি কে আঁকেন -

(ক) যামিনী রায়

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) নন্দলাল বসু

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর


 প্রশ্নঃ সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ক্ষুধার জ্বালায় প্রতি মিনিটে সারা বিশ্বে কত মানুষ মারা যায় -

(ক) ৯ জন

(খ) ১১ জন

(গ) ১৫ জন

(ঘ) ১৮ জন

উত্তরঃ (খ) ১১ জন


 প্রশ্নঃ মানুষের মূত্রে pH এর মাত্রা কত? -

(ক) ৩.৫ 

(খ) ৪.৫

(গ) ৫.৫

(ঘ) ৬.৫

উত্তরঃ (ঘ) ৬.৫


 প্রশ্নঃ সুই মুন্ডা কোন্‌ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছলেন -

(ক) সাঁওতাল বিদ্রোহ

(খ) উলগুলান

(গ) কোল বিদ্রোহ

(ঘ) চুয়াড় বিদ্রোহ

উত্তরঃ (গ) কোল বিদ্রোহ


 প্রশ্নঃ আয়নায় কি ধরনের দর্পন ব্যবহার করা হয় -

(ক) উত্তল

(খ) অবতল 

(গ) অমসৃণ উত্তল

(ঘ) সমতল

উত্তরঃ (ঘ) সমতল


 প্রশ্নঃ নীচের কোন্‌ গ্রহকে দৈত্য গ্রহ বলা হয় -

(ক) শনি

(খ) পৃথিবী

(গ) শুক্র

(ঘ) বৃহস্পতি

উত্তরঃ (ঘ) বৃহস্পতি


 প্রশ্নঃ IPL - এর ইতিহাসে সব থেকে বেশি চার কে মেরেছে? -

(ক) ডেভিড ওয়ার্নার

(খ) ক্রিস গেইল

(গ) বিরাট কোহলি

(ঘ) শিখর ধাওয়ান

উত্তরঃ (ঘ) শিখর ধাওয়ান


 প্রশ্নঃ বৌদ্ধদের উপসনার জায়গাকে কী বলা হয়? -

(ক) ভিক্ষু

(খ) মন্দির

(গ) বিহার

(ঘ) চার্সস

উত্তরঃ (গ) বিহার


 প্রশ্নঃ অপালা, গার্গী ও লোপামুদ্রা - এই তিন বিদুষী মহিলা কোন্‌ যুগে ছিলেন? -

(ক) গুপ্ত যুগে

(খ) কুষান যুগে

(গ) বৈদিক যুগে

(ঘ) মৌর্য যুগে

উত্তরঃ (গ) বৈদিক যুগে


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close