Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 15-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 15-07-2021/ Daily Current Affairs Today Part 5

 Current Affairs / General Knowledge in Bengali Part 5


প্রশ্নঃ মানস ন্যাশনাল পার্ক কোন্‌ রাজ্যে অবস্থিত? -

(ক) পাঞ্জাব

(খ) মধ্যপ্রদেশ

(গ) আসাম

(ঘ) বিহার

উত্তরঃ (গ) আসাম


 প্রশ্নঃ কোন্‌ মুঘল সম্রাট রঙ্গীলা নামে পরিচিত ছিলেন? -

(ক) ফারুকশিয়ার

(খ) মহম্মদ শাহ

(গ) শাহজাহান

(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ

উত্তরঃ (খ) মহম্মদ শাহ


 প্রশ্নঃ নীচের কোন্‌ ব্যাক্তির জন্ম ও মৃত্যু একই দিনে -

(ক) রাজেন্দ্র প্রসাদ

(খ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন

(গ) বিধানচন্দ্র রায়

(ঘ) জওহরলাল নেহেরু

উত্তরঃ (গ) বিধানচন্দ্র রায়


 প্রশ্নঃ যশপাল কমিটি কিসের সঙ্গে যুক্ত -

(ক) দরিদ্র দুরীকরণ

(খ) রাজস্ব ব্যবস্থা

(গ) উচ্চশিক্ষা

(ঘ) আইকর ব্যবস্থা

উত্তরঃ (খ) রাজস্ব ব্যবস্থা


 প্রশ্নঃ চতুরঙ্গ উপন্যাসের লেখক কে -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর


 প্রশ্নঃ মিড ডে মিল চালু হয় কতো সালে? -

(ক) ১৯৭৬ সালে

(খ) ১৯৮৫ সালে

(গ) ১৯৯৫ সালে

(ঘ) ২০০০ সালে

উত্তরঃ (গ) ১৯৯৫ সালে


 প্রশ্নঃ ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে কাকে অভিহিত করা হয়? -

(ক) অশোক

(খ) বিন্দুসার

(গ) চন্দ্রগুপ্ত মৌর্য

(ঘ) মহাপদ্ম নন্দ

উত্তরঃ (ক) অশোক


 প্রশ্নঃ জৈনদের একটি ধর্মগ্রন্থের নাম হল -

(ক) ত্রিরত্ন

(খ) দ্বাদশ অঙ্গ

(গ) জেন্দ আবেস্তা

(ঘ) ত্রিপিটক

উত্তরঃ (খ) দ্বাদশ অঙ্গ


 প্রশ্নঃ জুলাই মাসে বেস্ট প্লেয়ার অফ দ্যা Month অ্যাওয়ার্ড কে পেলেন -

(ক) কুইন্টন ডি কক

(খ) কেন উইলিয়ামসন

(গ) ডেভন কোনে

(ঘ) বাবর আজম

উত্তরঃ (গ) ডেভন কোনে


 প্রশ্নঃ মানুষের বৃক্কের রং কি? -

(ক) কালচে বাদামি

(খ) লালচে বাদামি

(গ) লাল

(ঘ) কালো

উত্তরঃ (খ) লালচে বাদামি


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close