Current Affairs / General Knowledge in Bengali Part 4
প্রশ্নঃ "আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে" - এর কবি হলেন -
(ক) বিহারীলাল চক্রবর্তী
(খ) সুভাষ মুখোপাধ্যায়
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ (গ) জীবনানন্দ দাশ
প্রশ্নঃ ২০২২ সালে খোলা ইন্ডিয়া ইয়ুথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে -
(ক) হিমাচল প্রদেশ
(খ) গোয়া
(গ) হরিয়ানা
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (গ) হরিয়ানা
প্রশ্নঃ সম্প্রতি প্রকাশিত "The Light of Asia" বইটির লেখক হলেন -
(ক) অনুরাগ ঠাকুর
(খ) মুকেশ মজুমদার
(গ) অরবিন তিওয়ারি
(ঘ) জয়রাম রমেশ
উত্তরঃ (ঘ) জয়রাম রমেশ
প্রশ্নঃ ১০ টি সংখ্যার গড় ১৭। তাদের মধ্যে ৭টির গড় ২০ হলে, বাকি ৩টি সংখ্যার গড় কত হবে? -
(ক) ১২
(খ) ১১
(গ) ১০
(ঘ) ৯
উত্তরঃ (গ) ১০
প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল -
(ক) ১৯৫৭ সালে
(খ) ১৯৬৮ সালে
(গ) ১৯৯৫ সালে
(ঘ) ১৯৯৯ সালে
উত্তরঃ (গ) ১৯৯৫ সালে
প্রশ্নঃ হাজারীবাগ জাতীয় উদ্যান কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) মধ্যপ্রদেশ
(খ) রাজস্থান
(গ) ঝাড়খন্ড
(ঘ) বিহার
উত্তরঃ (গ) ঝাড়খন্ড
প্রশ্নঃ হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়? -
(ক) আবুল ফজল
(খ) আল বিরুনি
(গ) উৎবি
(ঘ) আমির খসরু
উত্তরঃ (ঘ) আমির খসরু
প্রশ্নঃ মোটর গাড়ির আয়নায় কি ধরনের দর্পন ব্যবহার করা হয় -
(ক) অমসৃণ উত্তল
(খ) উত্তল
(গ) অবতল
(ঘ) সমতল
উত্তরঃ (খ) উত্তল
প্রশ্নঃ মহাবিদ্রোহের অব্যবহিত পরেই বাংলায় কোন্ বিদ্রোহের সূচনা ঘটে -
(ক) সন্ন্যাসী বিদ্রোহ
(খ) নীল বিদ্রোহ
(গ) সিপাহী বিদ্রোহ
(ঘ) কোল বিদ্রোহ
উত্তরঃ (খ) নীল বিদ্রোহ
প্রশ্নঃ "খালি পেটে ধর্ম হয় না" - এটি কার উক্তি? -
(ক) রুশো
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) ভলতেয়ার
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ