Current Affairs / General Knowledge in Bengali Part 3
প্রশ্ন : 'ছৌ' কোথাকার লোকনৃত্য -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) গুজরাট
(গ) উত্তরাখন্ড
(ঘ) জম্মু ও কাশ্মীর
উত্তর : (ক) পশ্চিমবঙ্গ
প্রশ্ন : সম্প্রতি কোন রাজ্য রেল মানচিত্রে যোগদান করল -
(ক) হিমাচল প্রদেশ
(খ) সিকিম
(গ) মনিপুর
(ঘ) ত্রিপুরা
উত্তর : (গ) মনিপুর
প্রশ্ন : প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল -
(ক) ভারী শিল্প
(খ) সবুজ বিপ্লব
(গ) কুটিরশিল্প
(ঘ) বেকার দূরীকরণে
উত্তর : (ক) ভারী শিল্প
প্রশ্ন : লাবনী কোন রাজ্যের লোক নৃত্য -
(ক) কর্নাটক
(খ) গুজরাট
(গ) মহারাষ্ট্র
(ঘ) বিহার
উত্তর : (গ) মহারাষ্ট্র
প্রশ্ন : ভারতের কত সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল -
(ক) ১৯৪৮ সালে
(খ) ১৯৪৯ সালে
(গ) ১৯৫০ সালে
(ঘ) ১৯৫১ সালে
উত্তর : (গ) ১৯৫০ সালে
প্রশ্ন : নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস -
(ক) সি এফ সি
(খ) কার্বন ডাই অক্সাইড
(গ) মিথেন
(ঘ) উপরের সবগুলো
উত্তর : (ঘ) উপরের সবগুলো
প্রশ্ন : বিজয়নগর সাম্রাজ্য কোন্ নদীর তীরে অবস্থিত -
(ক) তুঙ্গ ভদ্রা
(খ) গোদাবরী
(গ) মহানদী
(ঘ) কাবেরী
উত্তর : (ক) তুঙ্গ ভদ্রা
প্রশ্ন : ক্যাঙ্গারু কোন্ দেশের জাতীয় প্রতীক -
(ক) নিউজিল্যান্ড
(খ) অস্ট্রেলিয়া
(গ) ইংল্যান্ড
(ঘ) আমেরিকা
উত্তর : (খ) অস্ট্রেলিয়া
প্রশ্ন : "চাঁদের পাহাড়" কার লেখা -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন : ভারতের অর্থনীতি হলো -
(ক) ধনতান্ত্রিক অর্থনীতি
(খ) সম্পূর্ণ ব্যাক্তিগত অর্থনীতি
(গ) মিশ্র অর্থনীতি
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তর : (গ) মিশ্র অর্থনীতি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ