Current Affairs / General Knowledge in Bengali Part 4
প্রশ্নঃ পুরুষ অভিভাবক ছাড়াই মহিলাদের হজ যাত্রায় অংশ গ্রহণের অনুমতি দিল কোন্ দেশ? -
(ক) ভারত
(খ) সৌদি আরব
(গ) পাকিস্তান
(ঘ) সিংযুক্ত আরব আমিরাত
উত্তরঃ (খ) সৌদি আরব
প্রশ্নঃ বিন্দুসার কোন্ বংশের সম্রাট -
(ক) মৌর্য বংশ
(খ) পাল বংশ
(গ) নন্দ বংশ
(ঘ) গুপ্ত বংশ
উত্তরঃ (ক) মৌর্য বংশ
প্রশ্নঃ কে নিজেকে "ঈশ্বরের ছায়া" বলে মনে করতেন? -
(ক) জালালউদ্দীন খলজি
(খ) গিয়াসুদ্দিন বলবন
(গ) আলাউদ্দিন খলজি
(ঘ) আশোক
উত্তরঃ (খ) গিয়াসুদ্দিন বলবন
প্রশ্নঃ পঞ্চ নদীর দেশ বলা হয় -
(ক) মধ্যপ্রদেশ
(খ) পাঞ্জাব
(গ) তামিলনাড়ু
(ঘ) কেরল
উত্তরঃ (খ) পাঞ্জাব
প্রশ্নঃ কে বলেছেন "সব লাল হো জায়গা"? -
(ক) রঞ্জিত সিং
(খ) তেগবাহাদুর
(গ) অজিত সিং
(ঘ) গুরু গোবিন্দ সিং
উত্তরঃ (ক) রঞ্জিত সিং
প্রশ্নঃ নীচের কোন্ ভিটামিনটি জলে দ্রাব্য? -
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন বি
(গ) ভিটামিন সি
(ঘ) ভিটামিন ডি
উত্তরঃ (গ) ভিটামিন সি
প্রশ্নঃ সূর্যের উপাদানের মধ্যে কোন্টির পরিমাণ সবচেয়ে বেশি? -
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) হিলিয়াম
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) হাইড্রোজেন
প্রশ্নঃ ঘড়ির কাঁটার গতি কেমন গতি? -
(ক) স্পন্দন গতি
(খ) ঘূর্ণন গতি
(গ) চলন গতি
(ঘ) রৈখিক গতি
উত্তরঃ (খ) ঘূর্ণন গতি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ