LightBlog
[2ND SERIES] Class 9 Geography Activity Task 2021 Part 5 Question with Answer - নবম শ্রেণি ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ
Type Here to Get Search Results !

[2ND SERIES] Class 9 Geography Activity Task 2021 Part 5 Question with Answer - নবম শ্রেণি ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ভূগোল ও পরিবেশ

নবম শ্রেণি

পর্ব ৫



১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ্‌ হলো -

ক) ০⁰

খ) ৯০

গ) ৬০

ঘ) ৪৫

উত্তরঃ ক) ০⁰


১.২ ভূ-আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় - 

ক) স্তুপ পর্বত

খ) ভঙ্গিল পর্বত

গ) গ্রস্থ উপত্যকা

ঘ) মহাদেশ

উত্তরঃ খ) ভঙ্গিল পর্বত


১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করো -

ক) তিস্তা নদী - জোয়ারের জলে পুষ্ট

খ) দার্জিলিং জেলা - দৈনিক উষ্ণতার প্রসর বেশি

গ) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা - জলধারণ ক্ষমতা কম

ঘ) পাইন - ম্যানগ্রোভ উদ্ভিদ

উত্তরঃ গ) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা - জলধারণ ক্ষমতা কম


২. একটি বা দুটি শব্দে উত্তর দাও :

২.১ কোনো স্থানের দ্রাঘিমা ২৪ পূঃ হলে ঐ স্থানটির প্রতিপাদস্থানের দ্রাঘিমা কত হবে?

উত্তরঃ কোনো স্থানের দ্রাঘিমা ২৪⁰ পূর্ব হলে ঐ স্থানটির প্রতিপাদস্থানের দ্রাঘিমা হবে = (১৮০⁰- ২৪⁰) পশ্চিম = ১৫৬⁰ পশ্চিম।


২.২ একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো।

উত্তরঃ একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ হল তিব্বত মালভূমি।


২.৩ কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ করা যায়?

উত্তরঃ উষ্ণ - আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়।


৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কী কী?

উত্তরঃ নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি নীচে আলোচনা করা হল -

প্রথমত, নদী বা খালের পলি সঞ্চয়ের পরিমান বৃদ্ধি পায় বলে নদী বা খালের জলধারনক্ষমতা কমে যায়। ফলস্বরূপ বর্ষাকালে অতিরিক্ত জলের চাপের বন্যা দেখা যায়।

দ্বিতীয়ত, নদী ও খালের অতিরিক্ত ব্যবহারে জলের পরিমান কমে যায়। ফলে নদীর বা খালের গতিশীলতা কমে যায় ও সঞ্চয় কাজ বৃদ্ধি পায়। ফলে পলি সঞ্চিত হয়ে নদী বা খালের মাব্যতা হ্রাস পায়।

তৃতীয়ত, অতিরিক্ত জলের ব্যবহারের ফলে নদী ও খালের বাস্তুতন্ত্র ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।


৩.২ ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য লেখো।

উত্তরঃ ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য-

প্রথমত, বিভিন্ন বহিঃস্থ প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো প্রাচীন উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমি তৈরি হয়; আর বিভিন্ন বহিঃস্থ ও অন্তঃস্থ প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূ-পৃষ্ঠের ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ নিম্নস্থানে সঞ্চিত হয়ে সঞ্চয়জাত সমভূমির সৃষ্টি হয়।

দ্বিতীয়ত, ক্ষয়জাত সমভূমি সৃষ্টিতে বহিঃস্থ প্রাকৃতিক শক্তি বা বহির্জাত প্রক্রিয়া দায়ী; তবে সঞ্চয়জাত সমভূমি সৃষ্টিতে বহির্জাত ও অন্তর্জাত উভয় প্রক্রিয়াই দায়ী।

তৃতীয়ত, ক্ষয়জাত সমভূমির বিভিন্ন প্রকার হল - সমপ্রায় সমভূমি, তরঙ্গকর্তিত সমভূমি, মরু সমভূমি, হিমবাহ সমভূমি, কার্স্ট সমভূমি; আর সঞ্চয়জাত সমভূমির বিভিন্ন প্রকার হল - ব-দ্বীপ সমভূমি, প্লাবন সমভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি, হ্রদ সমভূমি ইত্যাদি।


৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

৪.১ (ক) 'উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহবিকারগ্রস্ত হয়' - চিত্রসহ ব্যাখ্যা করো।

উত্তরঃ উচ্চ অক্ষাংশের শীতল জলবায়ুতে বা উচ্চ পার্বত্য অঞ্চলে এই প্রক্রিয়া অধিক কার্যকারী হয়। শীতল জলবায়ু অঞ্চলে শিলাস্তর ফাটলের মধ্যে অবস্থিত জল শীতের সময় বা রাত্রিবেলা অধিক ঠান্ডায় জমে গিয়ে বরফে পরিনত হয়। জল বরফে পরিনত হলে আয়তন প্রায় ৯% বৃদ্ধি পায়। এই কারনে জমে যাওয়া বরফ ফাটলের গায়ে প্রতিবর্গ সেমিতে প্রায় ২০০০কেজি চাপ প্রয়োগ করে ও শিলায় ফাটল আরোও বৃদ্ধি পায় এবং শিলা একটা সময় ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়।


(খ) অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কীভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখো।

উত্তরঃ শিলা খনিজের সাথে জলীয় বাষ্পের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হলে তাকে অক্সিডেশন বা জারন বলে।

মূলত লৌহ সমৃদ্ধ শিলায় এই প্রক্রিয়া অধিক কার্যকর হয়। লোহা যখন ফেরাস অক্সাইড রূপে থাকে তখন তা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। কিন্তু যখন তা অক্সিডেশন পদ্ধতিতে ফেরিক অক্সাইডে পরিনত হয় তখন তা সহজে ভেঙে যায়। যাকে মরচে পড়া বলে।

4FeO + O2 = 2Fe2O3

উদাহরণঃ উড়িষ্যার বোলানি ও ঝাড়কন্ডের দক্ষিন অংশে কিরিবুরুম লৌহ সমৃদ্ধ উচ্চ ভূমিতে জারন প্রক্রিয়া লক্ষ্য করা যায়।


অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন


Other Model Activity Task : Model Activity Task 2022


Tags Line

---------------------------------


model activity task class 9 geography part 5


class 9 model activity task geography part 5


geography class 9 model activity task part 5


part 5 model activity task class 9 geography


model activity task class 9 geography part 5 answer


model activity task class 9 geography part 5 answer pdf


model activity task class 9 geography part 5 answers


model activity task class 9 geography part 5 answers pdf


মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ভূগোল পাট 5


মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল নবম শ্রেণি part 5


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Class 9


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 class 9 ভূগোল পাট 5

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close