LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 23-07-2021/ Daily Current Affairs Today Part 3
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 23-07-2021/ Daily Current Affairs Today Part 3

 Current Affairs / General Knowledge in Bengali Part 3



প্রশ্নঃ সম্প্রতি বালিকা পঞ্চায়েত অনুষ্ঠিত করলো কোন্‌ রাজ্য? -

(ক) মধ্যপ্রদেশ

(খ) উড়িষ্যা

(গ) গুজরাট

(ঘ) পশ্চিমবঙ্গ

উত্তরঃ (গ) গুজরাট


প্রশ্নঃ SI পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হল -

(ক) ওহম

(খ) কুলম্ব

(গ) অ্যাম্পিয়ার

(ঘ) ভোল্ট

উত্তরঃ (ঘ) ভোল্ট


প্রশ্নঃ ভিটামিন B12 এ কোন্‌ ধাতব আয়ন উপস্থিত? -

(ক) নিকেল

(খ) আয়রন

(গ) কোবাল্ট

(ঘ) জিঙ্ক

উত্তরঃ (গ) কোবাল্ট


প্রশ্নঃ বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়? -

(ক) ডারউইন

(খ) ফ্লাইভ্যান

(গ) মেন্ডেল

(ঘ) জেনার

উত্তরঃ (গ) মেন্ডেল


প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকাটি কবে গৃহীত হয়েছিল? -

(ক) ১৯৪৭ সালে ২২শে জুন

(খ) ১৯৪৭ সালে ২২শে আগস্ট

(গ) ১৯৪৭ সালে ২২শে জুলাই

(ঘ) ১৯৪৭ সালে ১৫ই আগস্ট

উত্তরঃ (গ) ১৯৪৭ সালে ২২শে জুলাই


প্রশ্নঃ পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হলো -

(ক) পাগলা

(খ) রায়ডাক

(গ) তোর্সা

(ঘ) ইচ্ছামতী

উত্তরঃ (খ) রায়ডাক


প্রশ্নঃ "ভারতীয় জাতীয় সংগ্রেস" নামটি কে দেন? -

(ক) দাদাভাই নৌরোজি

(খ) এম জি রানাডে

(গ) ফিরোজ শাহ মেহেতা

(ঘ) সত্যেন্দ্রনাথ ব্যানার্জি

উত্তরঃ (ক) দাদাভাই নৌরোজি


প্রশ্নঃ অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? -

(ক) এস এন ব্যানার্জি

(খ) ভগৎ সিং

(গ) ভি ডি সাভারকর

(ঘ) পি মিত্র

উত্তরঃ (গ) ভি ডি সাভারকর


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close