মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ইতিহাস
নবম শ্রেণি
পর্ব ৫
১. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ |
খ-স্তম্ভ |
১.১ ইয়ং ইটালি |
(ক) সাঁ সিমো |
১.২ সেফটি ল্যাম্প |
(খ) জোসেফ ম্যাৎসিনি |
১.৩ ইউরোপীয় সমাজতন্ত্র |
(গ) বিসমার্ক |
১.৪ রক্ত ও লৌহ নীতি |
(ঘ) হামফ্রে ডেভি |
উত্তরঃ
ক-স্তম্ভ |
খ-স্তম্ভ |
১.১ ইয়ং ইটালি |
(খ) জোসেফ ম্যাৎসিনি |
১.২ সেফটি ল্যাম্প |
(ঘ) হামফ্রে ডেভি |
১.৩ ইউরোপীয় সমাজতন্ত্র |
(ক) সাঁ সিমো |
১.৪ রক্ত ও লৌহ নীতি |
(গ) বিসমার্ক |
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো :
২.১ ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র হয় ১৮৪৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ সত্য
২.২ শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসাবে পরিচিতি পায়।
উত্তরঃ সত্য
২.৩ হিটলারের ভাষায় ইটালি ছিল - 'একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র'।
উত্তরঃ মিথ্যা
২.৪ এড্রিয়ানোপেলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে।
উত্তরঃ সত্য
৩. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ রিসর্জিমেন্টো কী?
উত্তরঃ কার্বোনারী সমিতির হাত ধরে ইতালিতে এক জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসর্জিমেন্টো পুনরুত্থান নবজাগরণ। এই জাগরণ এর মধ্য দিয়ে ইতালি বাসি তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও বীরগাথা সম্পর্কে বিশেষ অবগত হয়।
৩.২ ঘেটো কাকে বলা হত?
উত্তরঃ ইউরোপে বিভিন্ন শহরে সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় একসঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বস্তি গুলিকে বলা হয় ঘেটো। উল্লেখ্য ঘেটো কথাটির উদ্ভব হয় ইটালির ভেনিস শহরকে কেন্দ্র করে।
৪. সাত বা আটটি বাক্যে উত্তর দাও :
কাকে 'মুক্তিদাতা জার' বলা হয় এবং কেন?
উত্তরঃ রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার কে 'মুক্তিদাতা জার' বলা হয়।
মুক্তিদাতা জার বলার কারণ:-জার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহন করে অনুধাবন করলে যে, রাশিয়ায় পিছিয়ে পড়ার পেছনে একমাত্র ভূমিদাস প্রথা ই দায়ী। একজন তিনি...
(১)১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি তিনি এক আদেশ জারি করে রাশিয়াতে যুগ যুগ ধরে চলে আসা ভূমি দাসদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে তাদের স্বাধীন বলে ঘোষণা করেন।
(২) ভূমিদাস স্বাধীন ভাবে জীবন যাপন করার ওই সম্পত্তির অধিকার লাভ করেছিল।
তাই ভূমি দাসদের কাছে তিনি 'মুক্তিদাতা জার' নামে পরিচিত ছিলেন।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
Tags Line
---------------------------------
model activity task class 9 history part 5
class 9 model activity task history part 5
history class 9 model activity task part 5
part 5 model activity task class 9 history
model activity task class 9 history part 5 answer
model activity task class 9 history part 5 answer pdf
model activity task class 9 history part 5 answers
model activity task class 9 history part 5 answers pdf
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস পাট 5
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস নবম শ্রেণি part 5
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Class 9
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 class 9 ইতিহাস পাট 5
কাদির কি
উত্তরমুছুন