Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 23-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 23-07-2021/ Daily Current Affairs Today Part 5

 Current Affairs / General Knowledge in Bengali Part 5



প্রশ্নঃ "Indian Institute of Heritage" কোথায় স্থাপন করবে কেন্দ্র সরকার? -

(ক) নয়ডা

(খ) নাগপুর

(গ) কানপুর

(ঘ) চেন্নাই

উত্তরঃ (ক) নয়ডা


প্রশ্নঃ বর্তমান ভারত কার বিখ্যাত রচনা? -

(ক) রাজা রামমোহন রায়

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু

উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দ


প্রশ্নঃ আলাস্কা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? -

(ক) ম্যাকিনলে

(খ) মাউন্ট এলব্রাট

(গ) কোসিসকু

(ঘ) মাউন্ট এলব্রুজ

উত্তরঃ (ঘ) মাউন্ট এলব্রুজ


প্রশ্নঃ গীতাঞ্জলি কোন্‌ সালে প্রথম ইংরেজিতে প্রকাশিত হয়? -

(ক) ১৯১০ খ্রিস্টাব্দে

(খ) ১৯১১ খ্রিস্টাব্দে

(গ) ১৯১২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে


প্রশ্নঃ গোপাল কোন্‌ বংশের প্রতিষ্ঠাতা? -

(ক) পাল

(খ) সেন

(গ) পল্লব

(ঘ) চালুক্য

উত্তরঃ (ক) পাল


প্রশ্নঃ আন্নমালাই পর্বত কোন্‌ পর্বতের উদাহরণ? -

(ক) ক্ষয়জাত পর্বত

(খ) আগ্নেয় পর্বত

(গ) স্তুপ পর্বত

(ঘ) ভঙ্গিল পর্বত

উত্তরঃ (গ) স্তুপ পর্বত


প্রশ্নঃ ফুসফুসের আবরণকে কি বলা হয়? -

(ক) হৃদঝিল্লি

(খ) প্লাসেন্টা

(গ) প্লুরা

(ঘ) উপরের সবকটি

উত্তরঃ (গ) প্লুরা


প্রশ্নঃ ১ বেল = কত ডেসিবেল? -

(ক) ৫ ডেসিবেল

(খ) ১০ ডেসিবেল

(গ) ১৫ ডেসিবেল

(ঘ) ২০ ডেসিবেল

উত্তরঃ (খ) ১০ ডেসিবেল


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close