[2ND SERIES] Class 9 Life Science Activity Task 2021 Part 5 Question with Answer - নবম শ্রেণি জীবনবিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ
Type Here to Get Search Results !

[2ND SERIES] Class 9 Life Science Activity Task 2021 Part 5 Question with Answer - নবম শ্রেণি জীবনবিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

জীবনবিজ্ঞান

নবম শ্রেণি

পর্ব ৫


১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :


১.১ যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো -

(ক) ফোটোফসফোরাইলেশন - ATP সংশ্লেষ

(খ) গ্লাইকোলাইসিস - পাইরুভেট সংশ্লেষ

(গ) ক্রেবস চক্র - সাইট্রিক অ্যাসিড সংশ্লেষ

(ঘ) অরনিথিন চক্র - অ্যামোনিয়া সংশ্লেষ

উত্তরঃ (ঘ) অরনিথিন চক্র - অ্যামোনিয়া সংশ্লেষ


১.২ সঠিক বক্তব্যটি নিরূপণ করো -

(ক) লোহিত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংসে সাহায্য করে

(খ) বেসোফিল হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে

(গ) লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোধ প্রতিরোধে সাহায্য করে

(ঘ) ইওসিনোফিল হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রোধে সাহায্য করে

উত্তরঃ (গ) লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোধ প্রতিরোধে সাহায্য করে


১.৩ প্রজাপতির রেচন অঙ্গটি চিহ্নিত করো -

(ক) নেফ্রিডিয়া

(খ) ম্যালপিজিয়ান নালিকা

(গ) ফ্লেমকোশ

(ঘ) বৃক্ক

উত্তরঃ (খ) ম্যালপিজিয়ান নালিকা


২. A- স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B- স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো :

A স্তম্ভ

B স্তম্ভ

২.১ অ্যাথেরোস্ক্লেরোসিস

(ক) ট্র্যাকিয়া

২.২ পতঙ্গ

(খ) রক্ষেকোশ

২.৩ পত্ররন্ধ্র

(গ) বিপাকীয় সমস্যজনিত রোগ

 

(ঘ) ফুলকা

উত্তরঃ

A স্তম্ভ

B স্তম্ভ

২.১ অ্যাথেরোস্ক্লেরোসিস

(গ) বিপাকীয় সমস্যজনিত রোগ

২.২ পতঙ্গ

(ক) ট্র্যাকিয়া

২.৩ পত্ররন্ধ্র


(খ) রক্ষেকোশ



৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :


৩.১ উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথোজীবীয় পুষ্টির দুটি পার্থক্য উল্লেখ করো।

উত্তরঃ উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথোজীবীয় পুষ্টির দুটি পার্থক্য নীচে উল্লেখ করা হলো -

প্রথমত, পরজীবীয় পুষ্টি পদ্ধতিতে উদ্ভিদ অন্য উদ্ভিদ থেকে খাদ্যরস শোষণ করে পুষ্টিসাধন করে; আর মিথোজীবীয় পুষ্টি পদ্ধতিতে দুটি উদ্ভিদ একত্রে বসবাস করে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে।

দ্বিতীয়ত, পরজীবীয় পুষ্টি সম্পন্নকারী জীবকে পরজীবী বলে; আর মিথোজীবীয় পুষ্টি সম্পন্নকারী জীবকে মিথোজীবী বলে।


৩.২ সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালকসংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তরঃ সূর্য হলো সকল শক্তির উৎস। একমাত্র সবুজ উদ্ভিদই পারে সৌরশক্তিকে আবদ্ধ করে বিভিন্ন জৈবনিক কার্যে ব্যবহার করতে। সালোকসংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ATP অনুর মধ্যে আবদ্ধ করে। পরে সেই শক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। প্রাণীকুল সবুজ উদ্ভিদ থেকে খাদ্যের মাধ্যমে শক্তি সংগ্রহ করে। অর্থাৎ গৃহীত খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি প্রাণীদের দেহ কোষে খাদ্যের জারণ প্রক্রিয়ায় গতিশক্তি উৎপন্ন করে। এইভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ পৃথিবীর সমস্ত প্রাণীকে শক্তির যোগান দেয়।


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :


৪.১ উদ্ভিদের দেহে কোনো নির্দির্ষ্ট রেচন অঙ্গ থাকে না। তাহলে উদ্ভিদ কীভাবে রেচন পদার্থ ত্যাগ করে বলে তোমার মনে হয়? রক্ততঞ্চন কীভাবে ঘটে ব্যাখ্যা করো।

উত্তরঃ উদ্ভিদের দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না। কিন্তু উদ্ভিদরা সাধারনত বাকলমোচন, পত্রমোচন ও ফলমোচন পদ্ধতিতে তাদের দেহ থেকে রেচন পদার্থ ত্যাগ করে।

পত্রমোচনঃ পর্ণমোচী উদ্ভিদ যেমন - শিমুল, শিরিষ, আমরা, অশন্থ ইত্যাদি বছরের নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। বহুবর্ষজীবী চিরহরিৎ উদ্ভিদ সারাবছর ধরে অল্পবিস্তর পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে।

বাকলমোচনঃ কোনো কোনো উদ্ভিদ যেমন - পেয়ারা, অর্জুন, ইউক্যালিপটাস তাদের দেহের বাকল বা ছাল ত্যাগের মাধ্যমে রেচন পদার্থ দেহ থেকে বিচ্ছিন্ন করে।

ফলমোচনঃ লেবু, আপেল, তেঁতুল ইত্যাদি ফলের ত্বকে বিভিন্ন জৈব অ্যাসিড রেচন পদার্থ হিসেবে সঞ্চিত থাকে। এইভাবে উদ্ভিদ ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে।

রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়ঃ - রক্ত তঞ্চন মূলত তিনটি ধাপে সংঘটিত হয় -

প্রথম ধাপঃ আঘাতপ্রাপ্ত স্থান থেকে এবং ভাঙ্গা অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিক নিঃসৃত হয়। এই থ্রম্বোপ্লাস্টিক ক্যালসিয়াম আয়নের সঙ্গে মিলিত হয়ে প্রোথ্রম্বিনেজ নামক এনজাইম তৈরি করে।

থ্রম্বোপ্লাস্টিন + ক্যালসিয়াম আয়ন = প্রোথ্রম্বিনেজ

দ্বিতীয় ধাপঃ প্রোথ্রম্বিনেজ হেপারিনের ক্রিয়া বিনষ্ট করে এবং প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিনত করে। 

প্রোথ্রম্বিন ⟶ থ্রম্বিন

তৃতীয় ধাপঃ থ্রম্বিন ফাইব্রিনোজেনের সঙ্গে মিলিত হয়ে ফাইব্রিন গঠন করে। ফাইব্রিন জালিকায় রক্তকণিকাগুলি আটকে যায় এবং থলথলে তঞ্চিত পদার্থ বা ক্লট গঠন করে।


Other Model Activity Task : Model Activity Task 2022


অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন


Tags Line

---------------------------------


model activity task class 9 life science part 5


class 9 model activity task life science part 5


life science class 9 model activity task part 5


part 5 model activity task class 9 life science


model activity task class 9 life science part 5 answer


model activity task class 9 life science part 5 answer pdf


model activity task class 9 life science part 5 answers


model activity task class 9 life science part 5 answers pdf


মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 জীবনবিজ্ঞান পাট 5


মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবনবিজ্ঞান নবম শ্রেণি part 5


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Class 9


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 class 9 জীবনবিজ্ঞান পাট 5

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close