Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ বিশ্বের Largest Foreign Exchange Reserves Holder তালিকায় ভারতের স্থান কত? -
(ক) তৃতীয়
(খ) চতুর্থ
(গ) পঞ্চম
(ঘ) সপ্তম
উত্তরঃ (গ) পঞ্চম
প্রশ্নঃ পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন -
(ক) মহিপাল
(খ) দেবপাল
(গ) ধর্মপাল
(ঘ) গোপাল
উত্তরঃ (ঘ) গোপাল
প্রশ্নঃ আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয় -
(ক) ১৯২০ সালে
(খ) ১৯২২ সালে
(গ) ১৯২৫ সালে
(ঘ) ১৯২৮ সালে
উত্তরঃ (খ) ১৯২২ সালে
প্রশ্নঃ CFC এর ব্যাবসাভিত্তিক নাম কি? -
(ক) মেরন
(খ) টেফ্লুন
(গ) জিয়ন
(ঘ) ফ্রেয়ন
উত্তরঃ (ঘ) ফ্রেয়ন
প্রশ্নঃ নীচের কোন্টি সিমেন্টের মূল উপাদান? -
(ক) ছাই
(খ) মাটি
(গ) চুনাপাথর
(ঘ) জিপসাম
উত্তরঃ (ঘ) জিপসাম
প্রশ্নঃ "স্বপ্নবাসবদত্তা" গ্রন্থটির লেখক কে? -
(ক) ভাস
(খ) বসুমিত্র
(গ) কালিদাস
(ঘ) অশ্বঘোষ
উত্তরঃ (ক) ভাস
প্রশ্নঃ নীচের কোন্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা -
(ক) আলালাএর ঘরের দুলাল
(খ) ভ্রান্তিবিলাস
(গ) দেবদাস
(ঘ) চিত্রলেখা
উত্তরঃ (গ) দেবদাস
প্রশ্নঃ কাবুলিয়ত ও পাট্টা কে চালু করেন? -
(ক) আকবর
(খ) শেরশাহ
(গ) মহম্মদ বিন তুঘলক
(ঘ) আলাউদ্দিন খলজি
উত্তরঃ (খ) শেরশাহ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ