LightBlog
[2ND SERIES] Class 9 Physical Science Activity Task 2021 Part 5 Question with Answer - নবম শ্রেণি ভৌতবিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ
Type Here to Get Search Results !

[2ND SERIES] Class 9 Physical Science Activity Task 2021 Part 5 Question with Answer - নবম শ্রেণি ভৌতবিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ভৌতবিজ্ঞান

নবম শ্রেণি

পর্ব ৫



১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো -

(ক) জলের ঘনত্ব

(খ) জলের সান্দ্রতা

(গ) জলের তাপ পরিবাহিতা

(ঘ) জলের পৃষ্ঠটান

উত্তরঃ (ঘ) জলের পৃষ্ঠটান


১.২ নীচের যে মিশ্রণটি একটি অবদ্রব বা ইমালশনের উদাহরণ সেটি হলো -

(ক) কুয়াশা

(খ) ধোঁয়াশা সমান

(গ) দুধ

(ঘ) জল ও চিনির সম্পৃক্ত মিশ্রণ

উত্তরঃ (গ) দুধ


১.৩ শক্তির মাত্রীয় সংকেত হলো -

(ক) ML²T²

(খ) ML-²T²

(গ) ML-²T-²

(ঘ) ML-²T-²

উত্তরঃ (গ) ML-²T-²


২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :

২.১ SI এককে এক মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত?

উত্তরঃ SI এককে এক মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর 44 х 10-³ কিলোগ্রাম।


২.২ রাবার ও ইস্পাতের মধ্যে কোন্‌টির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে?

উত্তরঃ রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে।


২.৩ একটি অ্যাসিড লবণের সংকেত লেখো।

উত্তরঃ একটি অ্যাসিড লবণের সংকেত হলো NaHCO3 (সোডিয়াম বাই কার্বনেট)


৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ এক লিটার দ্রবণে 18g গ্লুকোজ (আণবিক ওজন 180) আছে। দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো।

উত্তরঃ 1 L দ্রবণে গ্লুকোজ আছে 18 g

গ্লুকপজের আনবিক ওজন = 180

ஃ 1 মোল গ্লুকোজ = 180 g

ஃ 180 g গ্লুকোজ = 1 মোল

1 g গ্লুকোজ = 1/180 মোল

ஃ 18 g গ্লুকোজ = 18/180 মোল

=  1/10 মোল

= 0.1 মোল

ஃ 1 L দ্রবণে দ্রবীভূত গ্লুকোজের পরিমান 0.1 মোল।


৩.২ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কী বিকারক ব্যবহার করবে? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো।

উত্তরঃ 

👉 সিলভার নাইট্রেট বিকারক হিসেবে ব্যবহার করতে হবে।

👉 লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে সাদা অধঃক্ষেপ পড়বে কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সাদা অধঃক্ষেপ পড়বে না।


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে m ও M। বস্তুটির ভরবেগ সমান হলে কোন্‌টির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো।

উত্তরঃ হালকা বস্তুর ভর = m এবং বেগ = v, গতিশক্তি = Em

ভারী বস্তুর ভর = M এবং বেগ = V, গতিশক্তি EM

প্রশ্নানুসারে, MV = mv

M/m = v/V এবং M/m > 1

এবার, Em = 1/2mv² এবং EM = 1/2MV²

ஃ Em / EM = 1/2mv² / 1/2MV²

বা, Em / EM = mv²/MV²
বা, Em / EM = mv.v/MV.V
বা, Em / EM = v/V
বা, Em / EM = M/m
বা, Em / EM > 1 , Em > EM

ஃ হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি অপেক্ষা বেশি।


অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন


Other Model Activity Task : Model Activity Task 2022


Tags Line

---------------------------------


model activity task class 9 physical science part 5


class 9 model activity task physical science part 5


physical science class 9 model activity task part 5


part 5 model activity task class 9 physical science


model activity task class 9 physical science part 5 answer


model activity task class 9 physical science part 5 answer pdf


model activity task class 9 physical science part 5 answers


model activity task class 9 physical science part 5 answers pdf


মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ভৌতবিজ্ঞান পাট 5


মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞান নবম শ্রেণি part 5


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Class 9


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 class 9 ভৌতবিজ্ঞান পাট 5

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close