Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ ক্যান্সার কোষ শনাক্ত করতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগরিদম ডেভেলপ করলো কোন্ প্রতিষ্ঠান? -
(ক) IIT Bombay
(খ) IIT Madras
(গ) IIT Kharagpur
(ঘ) IIT Kanpur
উত্তরঃ (খ) IIT Madras
প্রশ্নঃ নদী থেকে সমুদ্রে গেলে জাহজ কিছুটা ভেসে ওঠে কারণ -
(ক) সমুদের নোনা জলের ঘনত্ব অধিক
(খ) নদীর জলের ঘনত্ব অধিক
(গ) সমুদ্রে জাহাজের বেগ অধিক হয়
(ঘ) সমুদ্রের জল অপেক্ষাকৃত উষ্ণ
উত্তরঃ (ক) সমুদের নোনা জলের ঘনত্ব অধিক
প্রশ্নঃ বিশ্ব ক্যানসার দিবস কবে পালন করা হয়? -
(ক) ১০ই এপ্রিল
(খ) ৮ই মার্চ
(গ) ৫ই জানুয়ারি
(ঘ) ৪ঠা ফেব্রুয়ারি
উত্তরঃ (ঘ) ৪ঠা ফেব্রুয়ারি
প্রশ্নঃ গ্যানিমিড কোন্ গ্রহের উপগ্রহ? -
(ক) মঙ্গল
(খ) বৃহস্পতি
(গ) শনি
(ঘ) শুক্র
উত্তরঃ (খ) বৃহস্পতি
প্রশ্নঃ নৌকার দাঁড় কোন্ শ্রেণীর লিভার? -
(ক) প্রথম শ্রেণির
(খ) দ্বিতীয় শ্রেণির
(গ) তৃতীয় শ্রেণির
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) দ্বিতীয় শ্রেণির
প্রশ্নঃ পেনসিলের শিষ তৈরী হয় -
(ক) গ্রাফাইট থেকে
(খ) কার্বন থেকে
(গ) কয়লা থেকে
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) গ্রাফাইট থেকে
প্রশ্নঃ গ্রিনিচ মধ্যরেখা আরেকটি যে নামে পরিচিত তা হল -
(ক) আসলো টাইম
(খ) সিডনি টাইম
(গ) নিউইয়র্ক টাইম
(ঘ) জুজু টাইম
উত্তরঃ (ঘ) জুজু টাইম
প্রশ্নঃ বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? -
(ক) ২২শে মার্চ
(খ) ১১ই জুলাই
(গ) ৫ই মার্চ
(ঘ) ১৬ই সেপ্টেম্বর
উত্তরঃ (ঘ) ১৬ই সেপ্টেম্বর
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ