Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ শের বাহাদুর দেউবা কোন্ দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন? -
(ক) ভুটান
(খ) নেপাল
(গ) শ্রীলংকা
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (খ) নেপাল
প্রশ্নঃ মধ্যপ্রদেশ - এর নতুন রাজ্যপাল পদে কে নিয়ুক্ত হয়েছেন? -
(ক) সর্বানন্দ সোনাবাল
(খ) অশ্বিনী বৈষ্ণব
(গ) প্রহ্লাদ জোশি
(ঘ) মঙ্গুভাই ছগনভাই প্যাটেল
উত্তরঃ (ঘ) মঙ্গুভাই ছগনভাই প্যাটেল
প্রশ্নঃ এলাহাবাদের নতুন নাম কি? -
(ক) অটল চক
(খ) অটল নগর
(গ) প্রয়াগরাজ
(ঘ) দীনদয়াল
উত্তরঃ (গ) প্রয়াগরাজ
প্রশ্নঃ কে "বাজার নিয়ন্ত্রণ নীতি" প্রচলন করেন? -
(ক) সিকান্ডার লোদী
(খ) আলাউদ্দিন খলজী
(গ) মোহাম্মদ বিন তুঘলক
(ঘ) ফিরোজ শাহ তুঘলক
উত্তরঃ (খ) আলাউদ্দিন খলজী
প্রশ্নঃ যে অভিযোজিত বৈশিষ্ট্যটি সুন্দরী গাছে দেখা যায় না, সেটি হল -
(ক) বীজযুক্ত ফল
(খ) পুরু কিউটিকলযুক্ত পাতা
(গ) জরায়ুজ অঙ্কুরোদগম
(ঘ) শ্বাসমূল
উত্তরঃ (গ) জরায়ুজ অঙ্কুরোদগম
প্রশ্নঃ জলদূষণ ও বায়ুদূষণ পরস্পর সম্পর্কিত যেটির মাধ্যমে -
(ক) তেজস্ক্রিয় দূষণ
(খ) অম্লবৃষ্টি
(গ) এরোসল
(ঘ) ধোঁয়াশা
উত্তরঃ (খ) অম্লবৃষ্টি
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা আইপিএস আফিসার কে? -
(ক) কিরণ বেদী
(খ) নার্গিস দত্ত
(গ) কল্পনা চাওলা
(ঘ) দূর্বা ব্যানার্জি
উত্তরঃ (ক) কিরণ বেদী
প্রশ্নঃ ভারতে কত সালে ইন্টেলিজেন্স ব্যূরো গঠিত হয়? -
(ক) ১৮৮৭ সালে
(খ) ১৮৯৭ সালে
(গ) ১৯০৭ সালে
(ঘ) ১৯১৭ সালে
উত্তরঃ (ক) ১৮৮৭ সালে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ