Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ "রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর" কোন্ রাজ্যের ২৮তম রাজ্যপাল নিয়ুক্ত হয়েছেন? -
(ক) সিকিম
(খ) হিমাচল প্রদেশ
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) গুজরাট
উত্তরঃ (খ) হিমাচল প্রদেশ
প্রশ্নঃ Henley Passport Index 2021 Q3 - এ কোন্ দেশ শীর্ষে রয়েছে? -
(ক) ফিনল্যান্ড
(খ) জাপান
(গ) জার্মানি
(ঘ) আয়ারল্যান্ড
উত্তরঃ (খ) জাপান
প্রশ্নঃ রেসারপিনের অর্থনৈতিক গুরুত্ব কি? -
(ক) হাঁপানির ওষুধ তৈরিতে
(খ) উচ্চ রক্তচাপ কমাতে
(গ) মাদক দ্রব্য তৈরিতে
(ঘ) উত্তেজক পানীয় তৈরিতে ব্যবহৃত হয়
উত্তরঃ (খ) উচ্চ রক্তচাপ কমাতে
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলা পূর্বে বিহারের অন্তর্গত ছিল -
(ক) ছত্রিশগড়
(খ) পুরুলিয়া
(গ) ওড়িষা
(ঘ) ঝাড়খণ্ড
উত্তরঃ (খ) পুরুলিয়া
প্রশ্নঃ রেডিয়াম আবিষ্কার করেন-
(ক) মাদাম কিম
(খ) মাদাম মঁসিয়ে
(গ) মাদাম কুরি
(ঘ) মাদাম কামা
উত্তরঃ (গ) মাদাম কুরি
প্রশ্নঃ নীচের কোন্ ব্যক্তি সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত -
(ক) ওস্তাদ আমজাদ আলি খাঁ
(খ) পন্ডিত রবিশঙ্কর
(গ) যতীন মজুমদার
(ঘ) তরুন ভট্টাচার্য
উত্তরঃ (খ) পন্ডিত রবিশঙ্কর
প্রশ্নঃ রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার কারণ কি -
(ক) প্রোথোম্বিন
(খ) হেপারিন
(গ) ফাইব্রিনোজেন
(ঘ) থ্রোম্বিন
উত্তরঃ (খ) হেপারিন
প্রশ্নঃ অর্থনৈতিক জরুরী অবস্থা ঘোষণা করা হয় যে ধারা অনুযায়ী সেটা হল-
(ক) ২২
(খ) ৩১
(গ) ৩৬১
(ঘ) ৩৬০
উত্তরঃ (ঘ) ৩৬০
প্রশ্নঃ COD এর সাহায্যে মাপা হয় -
(ক) শব্দদূষণ
(খ) মৃত্তিকা দূষণ
(গ) জলদূষণ
(ঘ) বায়ুদূষণ
উত্তরঃ (গ) জলদূষণ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ