Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 18-07-2021/ Daily Current Affairs Today Part 8
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 18-07-2021/ Daily Current Affairs Today Part 8

 Current Affairs / General Knowledge in Bengali Part 8


প্রশ্নঃ ভারতীয় দলের পূর্ব ক্রিকেটার ওয়াসিম জাফর - কে কোন্‌ রাজ্যের সিনিয়র ক্রিকেট দলের মুখ্য কোচ নিয়ুক্ত করা হয়েছে? -

(ক) ঝাড়খন্ড

(খ) দিল্লী

(গ) কর্ণাটক

(ঘ) উড়িষ্যা

উত্তরঃ (ঘ) উড়িষ্যা


প্রশ্নঃ শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি কোথায় থাকে -

(ক) পায়ে

(খ) উদরে

(গ) মস্তকে

(ঘ) বক্ষে

উত্তরঃ (গ) মস্তকে


প্রশ্নঃ শশাঙ্কের রাজধানীর নাম কি? -

(ক) রায়গড়

(খ) কনৌজ

(গ) কর্ণসুবর্ণ

(ঘ) উজ্জয়িনী

উত্তরঃ (গ) কর্ণসুবর্ণ


প্রশ্নঃ স্কোয়ান কোশ কোথায় দেখা যায়? -

(ক) প্রান্তবুরুশ

(খ) অ্যাক্সন

(গ) কোশদেহ

(ঘ) ডেনড্রাইট

উত্তরঃ (খ) অ্যাক্সন


প্রশ্নঃ কত বছর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? -

(ক) ৩ বছর

(খ) ৪ বছর

(গ) ৫ বছর

(ঘ) ৬ বছর

উত্তরঃ (খ) ৪ বছর


প্রশ্নঃ কোন্‌ উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয়? -

(ক) ০ ডিগ্রি

(খ) - ২৭৩ ডিগ্রি

(গ) - ৪০ ডিগ্রি

(ঘ) ৭৩ ডিগ্রি

উত্তরঃ (গ) - ৪০ ডিগ্রি


প্রশ্নঃ ভারতের কোন্‌ রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত? -

(ক) বিহার

(খ) ছত্রিশগড়

(গ) মহারাষ্ট্র

(ঘ) মেঘালয়

উত্তরঃ (খ) ছত্রিশগড়


প্রশ্নঃ দামোদর নদী দূষণের প্রধান কারণ কি? -

(ক) এই নদী কয়লা শিল্পাঞ্চলের মধ্যে দিয়ে গেছে

(খ) এই নদী কৃষিভূমির মধ্যে দিয়ে গেছে

(গ) এই নদী কয়লা খনির মধ্যে দিয়ে গেছে

(ঘ) এই নদী শিল্পাঞ্চল ও কৃষিভূমির মধ্যে দিয়ে গেছে

উত্তরঃ (ক) এই নদী কয়লা শিল্পাঞ্চলের মধ্যে দিয়ে গেছে


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close