Current Affairs / General Knowledge in Bengali Part 3
প্রশ্নঃ সম্প্রতি, প্রকাশিত 'Bank With A Soul : Equitas' পুস্তকটি কে লিখেছেন? -
(ক) মনিকা বাত্রা
(খ) শশী থারুর
(গ) ডঃ সি কে গারয়ালি
(ঘ) সুনন্দা মিশ্রা
উত্তরঃ (গ) ডঃ সি কে গারয়ালি
প্রশ্নঃ সম্প্রতি, প্রয়াত গিরা সারাভাই কোন্ পেশার সঙ্গে যুক্ত ছিলেন? -
(ক) আর্কিটেকচার
(খ) চিত্রকার
(গ) গায়ক
(ঘ) খেলোয়াড়
উত্তরঃ (ক) আর্কিটেকচার
প্রশ্নঃ আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি -
(ক) মানস
(খ) হেলমন্দ
(গ) ইরাবতী
(ঘ) কালীগন্ডক
উত্তরঃ (খ) হেলমন্দ
প্রশ্নঃ কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? -
(ক) ১৮৩৩ সালে
(খ) ১৮৩৫ সালে
(গ) ১৮৩৬ সালে
(ঘ) ১৮৩৭ সালে
উত্তরঃ (খ) ১৮৩৫ সালে
প্রশ্নঃ ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে? -
(ক) প্রতিভা পাটিল
(খ) ইন্দিরা গান্ধী
(গ) সুচেতা কৃপালেনি
(ঘ) মায়া দেবী
উত্তরঃ (গ) সুচেতা কৃপালেনি
প্রশ্নঃ তাজমহলের নকশা কে তৈরি করেছিলেন -
(ক) ইকবাল
(খ) মোহাম্মদ ঈসা খান
(গ) ক এবং খ উভয়ই
(ঘ) উপরের কেউ নন
উত্তরঃ (খ) মোহাম্মদ ঈসা খান
প্রশ্নঃ ভারতের মুদ্রা ব্যবস্থা কোন্ তালিকার অন্তর্গত? -
(ক) অবশিষ্ট তালিকা
(খ) কেন্দ্র তালিকা
(গ) যুগ্ম তালিকা
(ঘ) রাজ্য তালিকা
উত্তরঃ (খ) কেন্দ্র তালিকা
প্রশ্নঃ ভারতের প্রথম অ-কংগ্রেসি রাষ্ট্রপতি কে -
(ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(খ) কে সি শংকর নারায়ন
(গ) ভি ভি গিরি
(ঘ) মোরারজি দেশাই
উত্তরঃ (গ) ভি ভি গিরি
প্রশ্নঃ হাবু শর্মা কার ছদ্মনাম? -
(ক) বিনয় মুখোপাধ্যায়
(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) মহেশ দাস
উত্তরঃ (খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ শরীরের কোন্ অংশ থেকে রক্ত উৎপন্ন হয়? -
(ক) ফুসফুস
(খ) হৃৎপিন্ড
(গ) মস্তিষ্ক
(ঘ) অস্থ মজ্জা
উত্তরঃ (ঘ) অস্থ মজ্জা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ