মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা (প্রথম ভাষা)
তৃতীয় শ্রেণি
পর্ব ৫
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. 'তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন' - একথা কে বলেছিল?
উত্তরঃ গৌরী ধর্মপালের লেখা "সত্যি সোনা" গল্পে চাষি একথা বলেছিল।
২. 'সে থেকে সেই গাঁয়ের নাম হলো সোনারগাঁ।' - গাঁয়ের নাম 'সোনারগাঁ' হলো কেন?
উত্তরঃ একদিন চাষি ও তার বউ তাদের মেয়ে সোনাকে নিয়ে স্নান করতে যায়। সেখানে স্নানের পর গা মোছাতে গিয়ে চাষি দেখে যে মেয়ের গায়ে বালি চিকচিক করছে। সে ভালো করে লক্ষ্য করে বুঝলো, যে এগুলি বালি নয়, এ আসলো সোনা। এই খবর পেয়ে সরকারের লোকেরা যন্ত্রপাতি নিয়ে আসে, নদীতে সোনা খুঁজতে। আর তার পর থেকেই সেই গ্রামের নাম হলো সোনারগাঁ।
৩. 'তোমার কী? মানুষ না পিশাচ?' - সোনার একথা বলার কারণ কী?
উত্তরঃ সোনা একথা বলেছিল কারণ যে নদী মানুষের বিভিন্নভাবে উপকার করে চলেছে সেই নদীকেই মানুষ বিভিন্নভাবে দুষিত করেছে।
৪. 'সঙ্গে যেতুম তোর আমি জীবনভর।' - কোন্ কবি 'নদী'র সঙ্গে 'জীবনভর' যেতে পারেন না?
উত্তরঃ "নদী" কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় নদীর সারাজীবন চলতে পারেননি, কারণ নদী সোজা পথে না চলে, বাঁকা পথে চলে। কিন্তু কবিকে পথ-ঘাটের দশজনায় বাঁকা পথে চলতে বারণ করেছেন।
৫. 'এ প্রশ্নের উত্তর একটাই' - 'নদীর তীরে একা' রচনা অনুসরণে 'প্রশ্ন' আর তার 'উত্তর'টি লেখো।
উত্তরঃ জীবন সর্দারের লেখা "নদীর তীরে একা" রচনা অংশে উক্ত প্রশ্নটি হল অনেক নদীর তীরে কবি কেন একা একাই গিয়েজেন? এবং এই প্রশ্নের উত্তরটি হলো কবি অনেক নদীর তীরে একা একাই গিয়েছেন প্রকৃতি পড়ুয়া হবেন বলে।
৬. 'আমাকে চমকে দিয়ে নৌকো খুলে দিল মনু।' - এবারে কী দেখা যাবে বলে লেখক আশা করেছেন?
উত্তরঃ লেখককে চমকে দিয়ে মনু নৌকা খুলে দেয়। লেখক আশা করেন, তাঁদের গাছপালা, মাটির রং, পলির স্তর, শামুক-গেঁড়ি-গুগলির খোলস এবং ওপারের পাখি ও প্রজাপতির চলন ইত্যাদি দেখার।
৭. 'আমরা শুধু যাব মা', তিনজনে' - 'তিনজন' কে কে? তারা কোথায় যেতে চায়?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের "নৌকাযাত্রা" কবিতায় তিনজন বলতে কবি নিজে, আশু এবং শামকে বোঝানো হয়েছে। কবি আশু এবং শ্যামকে সঙ্গে নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যেতে চান।
৮. 'অংরের চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে।' - লেখকের একথা বলার কারণটি বুঝিয়ে দাও।
উত্তরঃ পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায়ের "ঢেউয়ের তালে তালে" রচনায় আংরের চারি ধারে নানা রঙের মাছ, কচ্ছপ প্রভৃতি এসে হাজির। তাই কথক এই কথা বলেছেন
৯. '...দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।' - ডিউক এভাবে হেসে উঠেছে কেন?
উত্তরঃ গল্পে লেখক ও ডিউক টিনে ভরা রসগোল্লা খাওয়ার পর টিনটি নদীর জলে ফেলার সময় দুই এক ফোটা রস লেককের গায়ে পড়ে ছিল। পিঁপড়ে আসবে ভেবে লেখক তাড়াতাড়ি সেই রস সমুদ্রের জল দিয়ে ধুয়ে নিচ্ছিল। এটা দেখে ডিউক হেসে উঠেছিল কারণ এই মাঝ সমুদ্রে পিঁপড়েকে আসতে হলে প্রায় ২০০ মাইল পথ পেড়িয়ে আসতে হবে যেটা কখনোই সমম্ভ নয়।
১০. 'হঠাৎ কোথায় চললি রে?' - 'পর্যটন' কবিতায় এই প্রশ্নের উত্তরে কী বলা হয়েছে?
উত্তরঃ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর "পর্যটন" কবিতায় এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে সে সান্টা ফে'র উদ্দেশ্যে চলেছে।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ