মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
চতুর্থ শ্রেণি
পর্ব ৫
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে -
(ক) উত্তর থেকে দক্ষিণ দিকে
(খ) দক্ষিণ থেকে উত্তর দিকে
(গ) পূর্ব থেকে পশ্চিম দিকে
(ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে
উত্তরঃ (ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে
১.২ ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলো -
(ক) লোহা আর টিন
(খ) তামা আর টিন
(গ) লোহা আর তামা
(ঘ) তামা আর সোনা
উত্তরঃ (খ) তামা আর টিন
১.৩ টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলো -
(ক) চৈত্র
(খ) বৈশাখ
(গ) শ্রাবণ
(ঘ) পৌষ
উত্তরঃ (ঘ) পৌষ
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ ধ্রুবতারাকে আকাশের কোন্ দিকে দেখা যায়?
উত্তরঃ ধ্রুবতারাকে আকাশের উত্তরদিকে দেখা যায়।
২.২ এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখো যা সহজে মাটিতে মিশে যায় না।
উত্তরঃ প্ল্যাস্টিক হল এমন একটি বর্জ্য পদার্থ যেটা সহজে মাটিতে মেশে না।
২.৩ পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
উত্তরঃ চিত্তরঞ্জনে পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ কৃত্রিক উপগ্রহগুলি আমাদের দৈনন্দিক জীবন কীভাবে সাহায্য করে?
উত্তরঃ কৃত্রিম উপগ্রহগুলির আমাদের দৈনন্দিন জীবনে যে যে কাজে লাগে তা নীচে আলোচনা করা হল -
(ক) বর্তমানে আমরা খুব সহজেই আমাদের আশেপাশের আবহাওয়ার আগাম পূর্বাভাস জানতে পারি।
(খ) আমরা বিভিন্ন খেলা সে দেশে হোক বা বিদেশে খুব সহজেই সরাসরি দেখতে পায়।
(গ) আমরা কৃত্রিম উপগ্রহের সাহায্যে অর্থাৎ জি পি এস - এর মাধ্যমে আমাদের সঠিক অবস্থান জানতে পারি।
৩.২ ডোকরার পুতুল কীভাবে বানানো হয়?
উত্তরঃ ডোকরা শিল্প পদ্ধতি একটি জটিল ও সময় সাপেক্ষ, সূক্ষ্য শিল্প কর্ম। প্রথমে শিল্পীরা পুকুর থেকে লাল বা সাদা মাটি সংগ্রহ করে ও মাটির মণ্ড তৈরি করে; এর পর মাটি দিয়ে হাতে করে একটি অবয়ব তৈরি করে। অবয়বটির উপর মোম, তেল এর প্রলেপ দেওয়া হয় । শেষে নরম মাটির প্রলেপ দেওয়া হয়। এর পর এটিকে পোড়ানো হয়। ফলে মোম গলে একটি ছিদ্র দিয়ে বাইড়ে বেরিয়ে আসে ।এর পর ওই ছিদ্র দিয়ে গলানো পিতল ঢালা হয় এবং শক্ত হলে মূর্তিটি সংগ্রহ করা হয়। মূর্তিটি এর পর শিরিষ কাগজ দ্বারা ঘষে উজ্জ্বল করা হয়।
Answer source : click here...
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী কী করা উচিত বলে তোমার মনে হয়?
উত্তরঃ কোনো বিষাক্তসাপ কামড়ালে আমাদের যা যা করা উচিত তা নীচে আলোচনা করা হল -
(ক) ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা। ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার।
(খ) ক্ষতস্থান যদি হাত বা পা হয় তাহলে তার ঠিক উপরে কিছু হাল্কা করে বেঁধে দিতে হবে আর খেয়াল রাখতে হবে প্রতি এক দেড় ঘন্টা পর বাঁধন খুলে আবার যেন হাল্কা ভাবে বাধা হয়।
(গ) রোগীকে কোনো রকম সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
(ঘ) রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
(ঙ) রোগী যদি বমি করতে চায় তাহলে বমি করতে দেওয়া দরকার।
(চ) রোগীর শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া দরকার।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
Answer please
উত্তরমুছুন