Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ সম্প্রতি, কবে 'Income Tax Day' পালিত হয়েছে? -
(ক) ২৩শে জুলাই
(খ) ২৪শে জুলাই
(গ) ২৫শে জুলাই
(ঘ) ২৬শে জুলাই
উত্তরঃ (খ) ২৪শে জুলাই
প্রশ্নঃ Cotton Corporation of India -এর সদরদপ্তর কোথায় অবস্থিত? -
(ক) মুম্বাই
(খ) ভোপাল
(গ) নিউ দিল্লী
(ঘ) বেঙালুরু
উত্তরঃ (ক) মুম্বাই
প্রশ্নঃ কোন্ ফুটবল খেলোয়াড় 'AIIF Women's Footballer of the Year 2020-2021' - খেতাব পেয়েছে? -
(ক) ঋতু রানী
(খ) বালা দেবী
(গ) আদিতি চৌহান
(ঘ) আশালতা দেবী
উত্তরঃ (খ) বালা দেবী
প্রশ্নঃ "গিড্ডা' - কোন্ রাজ্যের নৃত্য -
(ক) গুজরাট
(খ) মধ্যপ্রদেশ
(গ) হরিয়ানা
(ঘ) অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ (গ) হরিয়ানা
প্রশ্নঃ "V" - আকৃতির উপত্যকা সৃষ্টি হয়? -
(ক) বায়ুর ক্ষয় কার্যের ফলে
(খ) নদীর ক্ষয় কার্যের ফলে
(গ) হিমবাহের ক্ষয় কার্যের ফলে
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) নদীর ক্ষয় কার্যের ফলে
প্রশ্নঃ সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন -
(ক) মহম্মদ আলি জিন্নাহ
(খ) গান্ধীজি
(গ) মহম্মদ আলি
(ঘ) আব্দুল গফফর খান
উত্তরঃ (ঘ) আব্দুল গফফর খান
প্রশ্নঃ গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? -
(ক) বোধিবৃক্ষ
(খ) মহাপরিনির্বাণ
(গ) ধর্মচক্র
(ঘ) মহানিস্ক্রমন
উত্তরঃ (খ) মহাপরিনির্বাণ
প্রশ্নঃ জীব বিদ্যার জনক কে? -
(ক) ল্যামার্ক
(খ) হিপোক্রেটিস
(গ) অ্যারিস্টটল
(ঘ) ডারউইন
উত্তরঃ (গ) অ্যারিস্টটল
প্রশ্নঃ দক্ষিণ ভারতে গাছকে সবুজ সোনা বলা হয় -
(ক) ধান
(খ) শিরীষ
(গ) নারকেল গাছ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) নারকেল গাছ
প্রশ্নঃ ভারতের সর্ব বৃহত সঞ্চয়জাত সমভূমি কোন্টি? -
(ক) পেরিয়ার সমভূমি
(খ) গোদাবরী সমভূমি
(গ) সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ