LightBlog
[2ND SERIES] Class 4 Health and Physical Education Activity Task 2021 Part 5 Question with Answer - চতুর্থ শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ
Type Here to Get Search Results !

[2ND SERIES] Class 4 Health and Physical Education Activity Task 2021 Part 5 Question with Answer - চতুর্থ শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

চতুর্থ শ্রেণি

পর্ব ৫



বজ্রপাত ও ভূমিকম্প


১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো :


(ক) মেঘে __________ ঘর্ষণে যে শক্তি তৈরি হয়, বজ্র তাকেই বলে থাকি, জেনো তা নিশ্চয়।

(a) মেঘে

(b) পাহাড়ে

উত্তরঃ (a) মেঘে


(খ) সেই ব্রজই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে, _________ যে তাকেই বলি, এতো সবাই জানে।

(a) বজ্রপাত

(b) বজ্রাঘাত

উত্তরঃ (a) বজ্রপাত


(গ) বজ্রগর্ভ মেঘ দেখে তাই _________ থেকো, বজ্রপাত যে বিপজ্জনক - এটুক মনে রেখো।

(a) বিপদে

(b) নিরাপদে

উত্তরঃ (b) নিরাপদে


(ঘ) বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম, _________ আশ্রয়েতে বিপদ থাকে কম।

(a) আপদশূন্য

(b) গাছের তলায়

উত্তরঃ (a) আপদশূন্য


(ঙ) সুইচবোর্ডে হাত দেবে না, মোবাইলে নয় হাত, দরজা-জানলা __________ রাখো, থামুক বজ্রপাত।

(a) খোলা

(b) বন্ধ

উত্তরঃ (b) বন্ধ


(চ) ভূমিকম্প মাটির নীচের কম্পনকেই বলে, ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ________ ফলে।

(a) ভূমিকম্পের

(b) ভূমিধসের

উত্তরঃ (a) ভূমিকম্পের


(ছ) ভূমিকম্প হলে পরে ভেঙে যায় __________ ধুলোয় লুটায় দরজা-জানলা, দেয়াল ও আলমারি।

(a) জলবায়ু

(b) ঘরবাড়ি

উত্তরঃ (b) ঘরবাড়ি


(জ) ভূমিকম্প হওয়া মানেই অনেক বড়ো ক্ষতি, মানুষ মরে, পশু মরে, কত যে __________!

(a) দুর্গতি

(b) বিপর্যয়

উত্তরঃ (a) দুর্গতি


২। নীচের ঘটনাগুলির কোন্‌টি সত্য ও কোন্‌টি মিথ্যা তা লেখো :


১) আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।

উত্তরঃ সত্য


২) বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ।

উত্তরঃ মিথ্যা


৩) বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে।

উত্তরঃ সত্য


৪) বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে।

উত্তরঃ সত্য


৫) বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ।

উত্তরঃ মিথ্যা


৬) বজ্রপাতের সিম্ভাবনা দেখা দিলে বাড়ি, স্কুলের বৈদ্যুতিক সিরঞ্জামের সুইচ অফ করে, প্লাগ খুলে রাখতে হবে।

উত্তরঃ সত্য


৭) বজ্রপাত শুরু হলে ঘরের জানলা-দরজা বন্ধ করে ভিতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে।

উত্তরঃ সত্য


৮) স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহীর ব্যবস্থা করতে হবে।

উত্তরঃ সত্য


৯) ভূমিকম্পের আভাস পাওয়ামাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে। 

উত্তরঃ সত্য


১০) ভূমিকম্পের সময় ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল, খাট, ডেস্কের নীচে আশ্রয় নিতে হবে।

উত্তরঃ সত্য


১১) ভূমিকম্পের সময় খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে।

উত্তরঃ সত্য


১২) ভূমিকম্পের সময় নিরাপদ দুরত্বে হাঁটু গেড়ে বসে থাকতে হবে।

উত্তরঃ সত্য


১৩) ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ, কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে।

উত্তরঃ সত্য


১৪) ভূমিকম্পের সময় বাড়ির দেয়াল, বইয়ের তাক, কাচের দরজা-জানলা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে।

উত্তরঃ সত্য


৩। (ক) কাকে বজ্রপাত বলে?

উত্তরঃ মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকায় যা বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, আলোক শক্তি, তাপশক্তি, শব্দশক্তিতে রূপান্তরিত হয়, তাকে বজ্র বলে। এই বজ্র যখন ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয়, তখন তাকে বজ্রপাত বলে।


(খ) বজ্রপাত হলে কী করতে হবে তা বর্ণনা করো।

উত্তরঃ বজ্রপাত হলে যে যে কাজগুলি করতে হবে তা হলো -

১) আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।

২) বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ নয়।

৩) বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া এসব স্থান থেকে নিরাপদ দূরত্ব আশ্রয় নিতে হবে।

৪) বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে।

৫) বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ নয়।

৬) বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি, স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে।

৭) বজ্রপাত শুরু হলে ঘরের জানালা-দরজা বন্ধ করে ভিতরের দিকে কোনো ঘ্রে আশ্রয় নিতে হবে।

৮) স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহীর ব্যবস্থা করতে হবে।


(গ) বজ্রপাতের সময় কী করা যাবে না তা লেখো।

উত্তরঃ বজ্রপাতের সময় যে যে কাজগুলি করা যাবে না তা নীচে আলোচনা করা হল -

১) কোনো ধাতব বস্তুতে হাত দেবে না।

২) যতক্ষণ বজ্রপাতের শব্দ শোণা যাবে , ততক্ষণ নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বেরোবে না।

৩) খোলা আকাশের নীচে বা মাঠে থাকলে গুঁড়ি মেরে পড়ে থাকতে হবে, কিন্তু চিত হয়ে বা উপুড় হয়ে শুয়ে থাকবে না।

৪) বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জামগুলোতে ও সুইচবোর্ডে হাত দেবে না।

৫) বজ্রপাতের সময় মোবাইল, ল্যন্ড ফোন ব্যবহার করবে না।


৪। (ক) ভূমিকম্প কেন হয়?

উত্তরঃ পৃথিবীর শিলামন্ডল বিভিন্ন প্লেটের (টেকটোনিক গাত্রের) সমন্বয়ে গঠিত। এই পাতগুলোর স্থানচ্যুতির ফলে ভূপৃষ্ঠে প্রচন্ড কম্পনের সৃষ্টি হয়, যা ঢেউয়ের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জলে ঢিল ফেললে যেমন তরঙ্গ ওঠে ঠিক তেমনি।


(খ) ভূমিকম্প হলে কী করতে হবে?

উত্তরঃ ভূমিকম্প হলে আমাদের যে যে কাজগুলি করনীয় তা নীচে আলোচনা করা হল -

১) ভূমিকম্পের আভাস পাওয়ামাত্রাই ঘর থেকে বেরিয়ে আসতে হবে।

২) ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল, খাট, ডেস্কের নীচে আশ্রয় নিতে হবে।

৩) খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে।

৪) হাঁটু গেড়ে বসে থাকতে হবে।

৫) বিছানায় থাকলে বালিশ, কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে।

৬) বাড়ির দেয়াল, বইয়ের তাক, কাচের দরজা-জানালা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে।


(গ) ভূমিকম্পের সময় কী করা যাবে না, তা লেখো।

উত্তরঃ ভূমিকম্পের সময় যে যে কাজগুলি করা যাবে না তা নীচে আলোচনা করা হল -

১) ভূমিকম্প চলাকালীন সিঁড়ি বা ঝুলবারান্দায় থাকবে না।

২) বহুতল বাড়ির কাছাকাছি থাকবে না।


অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close