Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ হৃৎপিণ্ডের পেশীকে কী বলে? -
(ক) মায়োকার্ডিয়াম
(খ) পেরি কার্ডিয়াম
(গ) সক্রেরেটিক
(ঘ) পলিকার্ডিয়াম
উত্তরঃ (ক) মায়োকার্ডিয়াম
প্রশ্নঃ জাতীয় কংগ্রেসের কোন্ অধিবেশনে গান্ধীজি ও সুভাষচন্দ্র বসুর মতবিরোধ দেখা দেয় -
(ক) কলকাতা
(খ) ত্রিপুরা
(গ) সুরাট
(ঘ) হরিপুরা
উত্তরঃ (খ) ত্রিপুরা
প্রশ্নঃ জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজি সভাপতির নাম হলো -
(ক) উইলিয়াম বেন্টিং
(খ) জর্জ ইয়ূল
(গ) লর্ড ডাফরিন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) জর্জ ইয়ূল
প্রশ্নঃ অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের কোন্ অধিবেশনে প্রথম সভাপতিত্ব করেন -
(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) সুরাট
(ঘ) ওলাহাবাদ
উত্তরঃ (খ) কলকাতা
প্রশ্নঃ ফড়িং এর শ্বাস অঙ্গের নাম কি? -
(ক) দেহত্বক
(খ) বুকলাং
(গ) দেহতল
(ঘ) ট্রাকিয়া
উত্তরঃ (ঘ) ট্রাকিয়া
প্রশ্নঃ কে "বিক্রমশীল" উপাধি গ্রহণ করেন? -
(ক) আশোক
(খ) হর্ষবর্ধন
(গ) ধর্মপাল
(ঘ) কণিষ্ক
উত্তরঃ (গ) ধর্মপাল
প্রশ্নঃ কে রাজা রামমোহন রায়কে "ভারত পথিক" বলে অভিহিত করেছেন? -
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ "রাইট টু ভোট" কী ধরনের অধিকার? -
(ক) মানবাধিকার
(খ) নাগরিক অধিকার
(গ) প্রাকৃতিক অধিকার
(ঘ) রাজনৈতিক অধিকার
উত্তরঃ (খ) নাগরিক অধিকার
প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদচ্যূতির প্রস্তাব উন্থাপন করা যায় -
(ক) সুপ্রিমকোর্টের সুপারিশে কেবলমাত্র লোকসভায়
(খ) কেবলমাত্র লোকসভায়
(গ) কেবলমাত্র রাজ্যসভায়
(ঘ) সংসদের যে কোনো কক্ষে
উত্তরঃ (গ) কেবলমাত্র রাজ্যসভায়
প্রশ্নঃ তড়িৎ প্রবাহের একক কি? -
(ক) অ্যাম্পিয়ার
(খ) ক্যান্ডেলা
(গ) ভোল্ট
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) অ্যাম্পিয়ার
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ