Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 06-07-2021/ Daily Current Affairs Today Part 7
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 06-07-2021/ Daily Current Affairs Today Part 7

Current Affairs / General Knowledge in Bengali Part 7 


প্রশ্ন : আকবর কত সালে বুলান্দ দরওয়াজা তৈরি করান -

(ক) ১৬০০ খ্রিস্টাব্দে
(খ) ১৬০১ খ্রিস্টাব্দে
(গ) ১৬০২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬০৩ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৬০২ খ্রিস্টাব্দে

প্রশ্ন : পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কি ধরনের উদ্ভিদ দেখা যায় -
(ক) পাইন অরণ্য
(খ) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ প্রকৃতির
(গ) ক্রান্তীয় আদ্র পর্ণমোচী প্রকৃতির
(ঘ) সরলবর্গীয় প্রকৃতির
উত্তর : (গ) ক্রান্তীয় আদ্র পর্ণমোচী প্রকৃতির

প্রশ্ন : নিচের কোনটি নোম্যান্সল্যান্ড নামে পরিচিত ছিল -
(ক) দাক্ষিণাত্য মালভূমি
(খ) পামির মালভূমি
(গ) তিব্বত মালভূমি
(ঘ) ছোটনাগপুর মালভূমি
উত্তর : (ঘ) ছোটনাগপুর মালভূমি

প্রশ্ন : কিসের অভাবে গরুর দেহে মিল্ক ফিবার হয় -
(ক) পটাশিয়াম
(খ) আয়োডিন
(গ) আইরন
(ঘ) ক্যালসিয়াম
উত্তর : (ঘ) ক্যালসিয়াম

প্রশ্ন : আরশোলার রেচন অঙ্গের নাম হল -
(ক) সবুজ গ্রন্থি
(খ) ফ্লেম কোষ
(গ) ম্যালপিজিয়ান নালিকা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (গ) ম্যালপিজিয়ান নালিকা

প্রশ্ন : ফুটবলের আইনস্টাইন বলা হয় কোন ফুটবলার কে -
(ক) গোষ্ঠ পাল
(খ) মারাদোনা
(গ) জিকো
(ঘ) ডেভিড বেকহ্যাম
উত্তর : (ঘ) ডেভিড বেকহ্যাম

প্রশ্ন : সিন্নাবার কোন ধাতুর আকরিক এর নাম -
(ক) পারদ
(খ) ক্যালসিয়াম
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) সোডিয়াম
উত্তর : (ক) পারদ

প্রশ্ন : পরীক্ষামূলক ভাবে বেনীআসহকলা - তে মধ্যবর্ণ কোনটি -
(ক) হলুদ
(খ) আকাশী
(গ) সবুজ
(ঘ) লাল
উত্তর : (ক) হলুদ

প্রশ্ন : ভারতের কোন পৌর বসতির জনসংখ্যা 1 লক্ষেরও অতিক্রম করলে তাকে কি বলা হয় -
(ক) শহর
(খ) নগর
(গ) মহানগর
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (গ) মহানগর

প্রশ্ন : ব্রহ্মপুত্র নদীর মোহনা কোথায় -
(ক) বঙ্গোপসাগর
(খ) ভারত মহাসাগর
(গ) আরব সাগর
(ঘ) পদ্মা নদী
উত্তর : (ঘ) পদ্মা নদী

আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close