Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 23-07-2021/ Daily Current Affairs Today Part 8
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 23-07-2021/ Daily Current Affairs Today Part 8

 Current Affairs / General Knowledge in Bengali Part 8



প্রশ্নঃ সম্প্রতি কয়টি সংস্থা UNDP Equator Prize 2021 জিতলো? -

(ক) ১টি

(খ) ২টি

(গ) ৩টি

(ঘ) ৪টি

উত্তরঃ (খ) ২টি


প্রশ্নঃ দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন -

(ক) শাহজাহান

(খ) আকবর

(গ) হুমায়ূন

(ঘ) বাবর

উত্তরঃ (খ) আকবর


প্রশ্নঃ স্যান্ডউইচ খাত কোন্‌ মহাসাগরে অবস্থিত? -

(ক) প্রশান্ত মহাসাগর

(খ) আটলান্টিক মহাসাগর

(গ) ভারত মহাসাগর

(ঘ) দক্ষিণ মহাসাগর

উত্তরঃ (গ) ভারত মহাসাগর


প্রশ্নঃ সংবিধানের কোন্‌ ধারায় ইউনিয়ন এক্সিকিউটিভের ক্ষমতা নির্ধারণ করা হয়েছে? -

(ক) আর্টিকেল - ৫০

(খ) আর্টিকেল - ৫২

(গ) আর্টিকেল - ৫৩

(ঘ) আর্টিকেল - ৫৬

উত্তরঃ (গ) আর্টিকেল - ৫৩


প্রশ্নঃ ভিনেগারের রাসায়নিক নাম -

(ক) ক্যালসিয়াম

(খ) ক্লোরাইড অফ লাইম

(গ) লঘু অ্যাসিটিক অ্যাসিড

(ঘ) সোডিয়াম নাইট্রেট

উত্তরঃ (গ) লঘু অ্যাসিটিক অ্যাসিড


প্রশ্নঃ নীচের কোন্‌ শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন -

(ক) কলকাতা

(খ) বিষ্ণুপুর

(গ) বালাসোর

(ঘ) কটক

উত্তরঃ (ক) কলকাতা


প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন্‌ মহিলা সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন? -

(ক) আরতী সাহা

(খ) দুর্বা ব্যানার্জী

(গ) শিপ্রা মজুমদার

(ঘ) উপরের কেউই নন

উত্তরঃ (গ) শিপ্রা মজুমদার


প্রশ্নঃ সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? -

(ক) লর্ড ডালহৌসি

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড কর্নওয়ালিস

(ঘ) উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তরঃ (খ) লর্ড ক্যানিং


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close