Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 24-07-2021/ Daily Current Affairs Today Part 1
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 24-07-2021/ Daily Current Affairs Today Part 1

 Current Affairs / General Knowledge in Bengali Part 1



প্রশ্নঃ নিম্নলিখিত কে "Sparkassen Chess Trophy" কে জিতেছেন? -

(ক) বিশ্বনাথন আনন্দ

(খ) আয়ুস চৌধুরী

(গ) অনুজ ক্ষত্রী

(ঘ) মোহিনী খান্না

উত্তরঃ (ক) বিশ্বনাথন আনন্দ


প্রশ্নঃ "Indian Oil Corporation" কোথায় ভারতের প্রথম গ্রীন হাইড্রোজেন প্লান্ট স্থাপন করবে? -

(ক) পাটনা

(খ) মথুরা

(গ) নাগপুর

(ঘ) দিল্লী

উত্তরঃ (খ) মথুরা


প্রশ্নঃ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা নীচের কোন্‌টি? -

(ক) Vivo

(খ) Apple

(গ) Xiaomi

(ঘ) Samsung

উত্তরঃ (গ) Xiaomi


প্রশ্নঃ আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস কবে পালিত হয়? -

(ক) ১৬ই জুলাই

(খ) ১৭ই জুলাই

(গ) ১৮ই জুলাই

(ঘ) ১৯শে জুলাই

উত্তরঃ (গ) ১৮ই জুলাই


প্রশ্নঃ World Food Programme কোন্‌ রাজ্যের সাথে পার্টনারশিপ গড়ল? -

(ক) মধ্যপ্রদেশ

(খ) উত্তর প্রদেশ

(গ) রাজস্থান

(ঘ) উড়িষ্যা

উত্তরঃ (গ) রাজস্থান


প্রশ্নঃ কোন্‌ কেন্দ্রিয় মন্ত্রী রাজ্য সভার উপনেতা পদে কে নিযুক্ত হলেন? -

(ক) অশ্বিনী বৈষ্ণব

(খ) মুক্তার আব্বাস নাকভি

(গ) ধর্মেন্দ্র প্রধান

(ঘ) পীযূষ গোয়েল

উত্তরঃ (খ) মুক্তার আব্বাস নাকভি


প্রশ্নঃ রাজ্যের দলিত সম্প্রদায়ের উন্নতির জন্য দলিত বন্ধু স্কিম লঞ্চ করছে কোন্‌ রাজ্য? - 

(ক) ঝাড়খন্ড

(খ) তেলেঙ্গানা

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) পাঞ্জাব

উত্তরঃ (খ) তেলেঙ্গানা


প্রশ্নঃ পুরন্দরের সন্ধি কবে হয়েছিল? -

(ক) ১৬৬৪ সালে

(খ) ১৬৬৫ সালে

(গ) ১৬৬৬ সালে

(ঘ) ১৬৬৭ সালে

উত্তরঃ (খ) ১৬৬৫ সালে


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close