Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ সম্প্রতি, প্রকাশিত "The Struggle Within : A Memoir of The Emergency" - পুস্তকটি কে লিখেছেন? -
(ক) অরুন কুমার
(খ) আশোক চক্রবর্তী
(গ) ধবল কুলকার্ণি
(ঘ) অঙ্কিত শর্মা
উত্তরঃ (খ) আশোক চক্রবর্তী
প্রশ্নঃ রাগ, ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে কোন্ হরমোনের পরিমান রক্তে রক্তে বেড়ে যায়? -
(ক) থাইরক্সিন
(খ) অ্যাড্রিনালিন
(গ) ADH
(ঘ) STH
উত্তরঃ (খ) অ্যাড্রিনালিন
প্রশ্নঃ বুড়িবালামের যুদ্ধের নেতৃত্ব কে দিয়েছিলেন? -
(ক) বিরসা মুন্ডা
(খ) রাসবিহারী বসু
(গ) মাদাম কামা
(ঘ) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
উত্তরঃ (ঘ) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট নেপাল কি নামে পরিচিত? -
(ক) হিল এভারেস্ট
(খ) সাগর মাথা
(গ) মাউন্ট
(ঘ) টেথিস
উত্তরঃ (খ) সাগর মাথা
প্রশ্নঃ "এলগাম ব্লুম" এর কারণ কি হতে পারে? -
(ক) ইউট্রিফিকেশান
(খ) শব্দের প্রাবল্য বৃদ্ধি
(গ) গ্রীনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি
(ঘ) SPM বৃদ্ধি
উত্তরঃ (ক) ইউট্রিফিকেশান
প্রশ্নঃ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? -
(ক) চক্রবর্তী রাজা গোপালাচারী
(খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ (ক) চক্রবর্তী রাজা গোপালাচারী
প্রশ্নঃ মেট্টুর বাঁধ কোন্ নদীর উপর গড়ে উঠেছে -
(ক) চম্বল
(খ) বিপাশা
(গ) শতদ্রু
(ঘ) কাবেরী
উত্তরঃ (ঘ) কাবেরী
প্রশ্নঃ "ঝিঝিয়া" নিত্য ভারতের কোন্ রাজ্যে হয় -
(ক) মনিপুর
(খ) আসাম
(গ) ছত্রিশগড়
(ঘ) বিহার
উত্তরঃ (ঘ) বিহার
প্রশ্নঃ ভারতের সংবিধান দিবস পালিত হয় -
(ক) ৩রা ডিসেম্বর
(খ) ২৫শে অক্টোবর
(গ) ৫ই জানুয়ারি
(ঘ) ২৬শে নভেম্বর
উত্তরঃ (ঘ) ২৬শে নভেম্বর
প্রশ্নঃ অন্ধ্রপ্রদেশের জাতীয় বৃক্ষ হলো -
(ক) নারকোল
(খ) ছাতিম
(গ) চন্দন
(ঘ) নিম
উত্তরঃ (ঘ) নিম
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ