Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ সম্পতি, কবে "World Youth Skill Day" পালিত হয়েছে?
(ক) ১৬ জুলাই
(খ) ১৫ জুলাই
(গ) ১৪ জুলাই
(ঘ) ১২ জুলাই
উত্তরঃ (খ) ১৫ জুলাই
প্রশ্নঃ বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে -
(ক) আইজ্যাক নিউটন
(খ) প্রফুল্ল চন্দ্র রায়
(গ) মেঘনাথ সাহা
(ঘ) আচার্য জগদীশচন্দ্র বসু
উত্তরঃ (খ) প্রফুল্ল চন্দ্র রায়
প্রশ্নঃ কোন্ মৌর্য তাজা আমৃতঘাত উপাধি নেন -
(ক) বিন্দুসার
(খ) সমুদ্রগুপ্ত
(গ) আজাত শত্রু
(ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তরঃ (ক) বিন্দুসার
প্রশ্নঃ চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন্ রাজ্য অবস্থিত -
(ক) কেরালা
(খ) গুজরাট
(গ) উত্তর প্রদেশ
(ঘ) উত্তরাখন্ড
উত্তরঃ (গ) উত্তর প্রদেশ
প্রশ্নঃ প্রথম কোন্ ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করেন -
(ক) দামদর সাভারকর
(খ) জহরলাল নেহেরু
(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) উপরের কেউই নয়
উত্তরঃ (গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? -
(ক) ১৭৪২ সালে
(খ) ১৭৫০ সালে
(গ) ১৭৫৭ সালে
(ঘ) ১৭৬১ সালে
উত্তরঃ (ঘ) ১৭৬১ সালে
প্রশ্নঃ বায়ুদূষক যে গ্যাসটিকে প্রাকৃতিক গ্যাস বলে -
(ক) বিউটেন
(খ) নাইট্রোজেন ডাই অক্সাইড
(গ) মিথেন
(ঘ) কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ (গ) মিথেন
প্রশ্নঃ ভারতবর্ষের সাথে কয়টি দেশকে একত্রিত করে ভারতীয় উপমহাদেশ বলা হয় -
(ক) ৫টি
(খ) ৬টি
(গ) ৭টি
(ঘ) ৮টি
উত্তরঃ (খ) ৬টি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ