Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যে "Lemru Elephant Reserve" নির্মাণ করা হবে? -
(ক) ছত্তিশগড়
(খ) কর্ণাটক
(গ) উত্তরাখন্ড
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (ক) ছত্তিশগড়
প্রশ্নঃ উড়িষ্যার পূর্ব নাম কি ছিল? -
(ক) মহীশূর
(খ) কলিঙ্গ
(গ) উড়িষ্যা
(ঘ) ভুবনেশ্বর
উত্তরঃ (খ) কলিঙ্গ
প্রশ্নঃ "শারহুল" উৎসব ভারতের কন্ রাজ্যে পালিত হয় -
(ক) বিহার
(খ) জম্মু-কাশ্মীর
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) উত্তরাখন্ড
উত্তরঃ (ক) বিহার
প্রশ্নঃ প্রত্যেক দেশের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হল -
(ক) Bank o India
(খ) CBI
(গ) RBI
(ঘ) State Bank of India
উত্তরঃ (গ) RBI
প্রশ্নঃ ভারতবর্ষের কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন? -
(ক) জামসেদজী টাটা
(খ) দাদাভাই নৌরজী
(গ) জওহরলাল নেহরু
(ঘ) লর্ড মিন্টো
উত্তরঃ (খ) দাদাভাই নৌরজী
প্রশ্নঃ সিগারেট লাইটারে কোন্ গ্যাস ব্যাবহৃত হয় -
(ক) মিথেন
(খ) প্রপেন
(গ) বিউটেন
(ঘ) হাইড্রোজেন
উত্তরঃ (গ) বিউটেন
প্রশ্নঃ যক্ষ্মা শরীরের কোন্ অঙ্গের আক্রান্ত করে? -
(ক) লিভার
(খ) বৃক্ক
(গ) পিত্তথলি
(ঘ) ফুসফুস
উত্তরঃ (ঘ) ফুসফুস
প্রশ্নঃ চিপসের প্যাকেটে ভরা থাকে -
(ক) হিলিয়াম
(খ) আর্গন
(গ) কার্বন ডাই অক্সাইড
(ঘ) নাইট্রোজেন
উত্তরঃ (ঘ) নাইট্রোজেন
প্রশ্নঃ বেসবল কোন্ দেশের জাতীয় খেলা -
(ক) আমেরিকা
(খ) রাশিয়া
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) নিউজিল্যান্ড
উত্তরঃ (ক) আমেরিকা
প্রশ্নঃ সম্প্রতি খবরে থাকা তাল আগ্নেয়গিরি কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) ভারত
(খ) মালেশিয়া
(গ) ফিলিপিন্স
(ঘ) থাইল্যান্ড
উত্তরঃ (গ) ফিলিপিন্স
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ