Current Affairs / General Knowledge in Bengali Part 5
প্রশ্নঃ ভারতের স্বদেশী ডিজিটাল অ্যাপ " BHIM UPI" প্রথমবার কোন্ দেশে লঞ্চ করা হয়েছে? -
(ক) ভুটান
(খ) আফগানিস্তান
(গ) পাকিস্থান
(ঘ) নেপাল
উত্তরঃ (ক) ভুটান
প্রশ্নঃ বিহারের পূর্ব নাম কি ছিল? -
(ক) পাটনা
(খ) কলিঙ্গ
(গ) মগধ
(ঘ) তক্ষশীলা
উত্তরঃ (গ) মগধ
প্রশ্নঃ এদের মধ্যে কোন্টি বেমানান -
(ক) ধবলগিরি
(খ) নন্দনকানন
(গ) খন্ডগিরি
(ঘ) উদয়গিরি
উত্তরঃ (ক) ধবলগিরি
প্রশ্নঃ পৃথিবীর উচ্চতমহ্রদের নাম কি? -
(ক) পুপো
(খ) টিটিকাকা
(গ) আইরেশ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) টিটিকাকা
প্রশ্নঃ হাম্পি কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) গোদাবরী
(খ) তুঙ্গভদ্র
(গ) কাবেরী
(ঘ) কৃষ্ণা
উত্তরঃ (খ) তুঙ্গভদ্র
প্রশ্নঃ ঝালাইয়ের কাজে কোন্ গ্যাস ব্যবহার করা হয়? -
(ক) অ্যাসিটিলিন
(খ) অ্যামোনিয়া
(গ) ইথিলিন
(ঘ) প্রোপেন
উত্তরঃ (ক) অ্যাসিটিলিন
প্রশ্নঃ সতীশ ধবন মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? -
(ক) থুম্বা
(খ) তিরুবন্তপুরম
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ
প্রশ্নঃ নীচের কোন্টি হোয়াইট কোল বলা হয় -
(ক) ইউরেনিয়াম
(খ) প্লুটোনিয়াম
(গ) জলবিদ্যুৎ
(ঘ) পেট্রোলিয়াম
উত্তরঃ (গ) জলবিদ্যুৎ
প্রশ্নঃ ডঃ রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলটি কোথায় অবস্থিত? -
(ক) নারায়ন ঘাট
(খ) অজয় ঘাট
(গ) মহাপ্রয়ান ঘাট
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) মহাপ্রয়ান ঘাট
প্রশ্নঃ ভূমিকম্পের দেশ কাকে বলা হয় -
(ক) জাপান
(খ) মায়ানমার
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) নেপাল
উত্তরঃ (ক) জাপান
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ